বিক্রম ব্যানার্জী, কলকাতা: মোহনবাগানের বিরুদ্ধে ডুরান্ড কাপের ডার্বিতে একাই দুই গোল করে ইস্টবেঙ্গলকে (East Bengal FC) জিতিয়েছিলেন গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামানতাকোস। তারপরেও লাল হলুদ শিবির থেকে বাদ পড়তে হয়েছিল তাঁকে। অন্দরমহলের খবর, তাঁকে ছেড়ে দেওয়ার পাশাপাশি জরিমানার অঙ্কও বেশ মোটাই ছিল। এরপরই ইস্টবেঙ্গলের স্ট্রাইকার সমস্যা মেটাতে দলে আসেন জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকি।
দীর্ঘদেহি এই ফুটবলারও দলের হয়ে নিজের ক্ষমতা দেখাতে ব্যর্থ। পরবর্তীতে ফাঁকফোকর ভরাট করতে দলে আনা হয় মরক্কোন ফুটবলার হামিদ আহদাদকে। তিনিও এক প্রকার অসফলতার গণ্ডিতেই সীমাবদ্ধ রয়েছেন। আর এসবের পরই স্ট্রাইকার সমস্যার মাঝে সুপার কাপের ফাইনালে সুযোগ নষ্ট করে একেবারে কাঠগড়ায় উঠেছিলেন জাপানি ফুটবলার। দাবি উঠেছিল ইবুসুকি এবং হামিদকে ছেড়ে দেওয়ার। তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ধীরে চলো নীতিতে বিশ্বাসী। সেক্ষেত্রে এই দুই তারকা ফুটবলারকে নিয়ে কোন পথে হাঁটবে লাল হলুদ?
ইবুসুকি এবং হামিদকে ছেড়ে দেবে ইস্টবেঙ্গল?
সাম্প্রতিক কালে মাঝ মাঠে ক্ষমতা দেখালেও ভেদ শক্তির দুর্বলতাই ইস্টবেঙ্গলের বড় সমস্যা। প্রতিপক্ষের দুর্গ ভেঙে গোল করার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছেন লাল হলুদের বর্তমান স্ট্রাইকাররা। কাজেই অবিলম্বে দলে একজন বিচক্ষণ স্ট্রাইকারকে নিয়ে আসা দরকার বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। কেননা, জাপানি স্ট্রাইকারের পর হামিদ আহদাদকেও মনে ধরছে না লাল হলুদ সমর্থকদের। তাঁর ফুটবল একপ্রকার খাপ ছাড়া হিসেবেই দেখছেন অনেকে। এসবের মাঝেই প্রশ্ন উঠছিল তাহলে কি এই দুই ফুটবলারকে ছেড়ে দেবে ইস্টবেঙ্গল?
অবশ্যই পড়ুন: বাদ ১০০৫ জনের নাম, বিশেষ অনুরোধে IPL 2026 মিনি নিলামে ফিরলেন KKR প্রাক্তনী
এ নিয়ে ইস্টবেঙ্গলের একটি সূত্র দাবি করছে, হঠকারী সিদ্ধান্তে বিশ্বাসী নয় লাল হলুদ ম্যানেজমেন্ট। তাই আগামী আরও কয়েকটি টুর্নামেন্ট দেখতে চাইছে তারা। সব মিলিয়ে, এখনই হামিদ এবং ইবুসুকি কাউকেই ছেড়ে দেওয়ার কোনও রকম পরিকল্পনা নেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। তবে অনেকেই আশা করছেন, আগামী দিনগুলিতেও যদি এভাবেই ব্যর্থ হতে থাকেন এই দুই ফুটবলার, সেক্ষেত্রে ভাল স্ট্রাইকারের খোঁজে এবং দলের স্বার্থে দুজনকেই ছেড়ে দিতে দ্বিধাবোধ করবে না মশাল বাহিনীর ম্যানেজমেন্ট।