সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৩ সাল থেকে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার ইমরান খান (Imran Khan Death Rumours)। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল যে, ইমরান খানকে নাকি রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের মধ্যে নৃশংসভাবে খুন করা হয়েছে। তবে সেই জল্পনার ইতি টানল প্রশাসন। জেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন এবং তিনি জেলের ভিতরেই রয়েছেন। ইমরানের মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব।
বলাবাহুল্য, প্রাক্তন পাক প্রধানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আদিয়ালা জেলের বাইরে তাঁর বোন এবং সমর্থকদের সঙ্গে পুলিশের আলোচনা বসে। জানা যায়, সেখানে বিক্ষোভ করে ইমরানের তিন বোন এবং পিটিআই সমর্থকরা। ইমরানের সঙ্গে দেখা করার দাবিতেই এই বিক্ষোভ চালায় তারা। কারণ, অভিযোগ ওঠে যে পরিবারের সাথে ইমরানের দেখা করার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তবে জানা যাচ্ছে, আলোচনায় সন্তুষ্ট হয়ে তারা সেই বিক্ষোভ তুলে নেন।
ইমরানের সঙ্গে যোগাযোগ করানো হবে তাদের
সরকারি সূত্রে জানা গিয়েছে, পুলিশ আশ্বাস দিয়েছে যে তাদের সঙ্গে ইমরানের যোগাযোগ করানো হবে। এমনকি পরের মঙ্গলবারেই তা করা হবে। আশ্বাস পাওয়ার পরই তারা বিক্ষোভ থেকে উঠে আসেন। উল্লেখ্য, বুধবার থেকেই রটে যায় যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলের ভিতরে নির্যাতন করে হত্যা করা হয়েছে। বালুচিস্তানের বিদেশ মন্ত্রকের এক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দাবি করা হয়েছিল যে জেলে নির্মম অত্যাচার করা তাঁকে হত্যা করা হয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয় এবং শোরগোল পড়ে যায়। পিটিআইয়ের সোশ্যাল মিডিয়া এবং বেশ কয়েকটি আফগান সংবাদমাধ্যমও দাবি করে যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ছিলেন। সেই অবস্থাতেই আদিয়ালা জেলের ভিতর তাঁকে খুন করা হয়েছে।
আরও পড়ুনঃ ‘বিশ্বাস কর, আমি চুরি করিনি!’, অসুস্থ কুণালকে ফোন করে কান্না পার্থর, কী কথা হল?
এদিকে বালুচিস্তানের বিদেশ মন্ত্রক বিস্ফোরক দাবি করে জানায় যে, পাক ফিল্ড মার্শাল আসিম মুনির এবং আইএসআই এর গুপ্তচর সংস্থা এই হত্যাকান্ড ঘটিয়েছে। যদিও এই দাবির কোনওরকম সত্যতা যাচাই করা হয়নি তখন। কিন্তু সেই পরিস্থিতিতে চর্চা শুরু হয় যে প্রবল অসুস্থ অবস্থায় আদৌ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বেঁচে রয়েছেন কিনা। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জেলের তরফ থেকে স্পষ্ট জানানো জানানো হল যে তিনি সুস্থই রয়েছেন।