ইয়ামেনে এয়ার স্ট্রাইক সৌদি আরবের, নতুন বছরে উস্কে গেল যুদ্ধের আগুন

Saudi Airstrike on Yemen

সৌভিক মুখার্জী, কলকাতা: আবারও সামরিক সংঘাত ইয়ামেনে। দক্ষিণ ইয়ামেনের হাদরামাউত প্রদেশে সংযুক্ত আরব আমিরশাহী সমর্থতা বিচ্ছিন্নবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (STC) এর অবস্থান লক্ষ্য করে এবার সৌদি আরব বিমান হামলা চালাল (Saudi Airstrike on Yemen)। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা বাড়ল। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শান্তি আলোচনার ডাক দিয়েছে রিয়াধ, যাকে কূটনৈতিক বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ বলেই মনে করছে।

ইয়ামেনে এয়ার স্ট্রাইক সৌদি আরবের

এএনআই-এর রিপোর্ট অনুযায়ী খবর, হাদরামাউত প্রদেশে STC বাহিনীর সঙ্গে সৌদি সমর্থিত হোমল্যান্ড শিল্ড বাহিনীর ভয়াবহ সংঘর্ষ হয়েছিল। STC-র সামরিক মুখপাত্র মহম্মদ আল নাকিব জানিয়েছেন, সেয়িউন শহরের দিকের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো নিয়ন্ত্রণ নিতে দুই পক্ষ একেবারে মরিয়া হয়ে ওঠে। অন্যদিকে ইয়ামেনের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুযায়ী, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় STC সদুস্যরা শেষ পর্যন্ত রাখইয়া জেলার আল-সাফাক চেকপোস্ট থেকে সরে যায়।

আরও পড়ুন: মার্চ মাস থেকে ATM-এ বন্ধ হচ্ছে ৫০০ টাকার নোট? জানিয়ে দিল কেন্দ্র সরকার

ইয়ামানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী খবর, সেয়িউনের উপকণ্ঠে অবস্থিত ৩৭তম ডিভিশন ক্যাম্প সহ একাধিক STC অবস্থানে সৌদি আরব যুদ্ধবিমান হামলা চালিয়েছে। আর এই ঘাঁটিগুলি সম্প্রতি STC দখল করেছিল, যা আগে সৌদি সমর্থিত ইয়ামেনের সরকারের আওতায় ছিল। এদিকে হাদরামাউতের গভর্নর সালিম আহমেদ সাঈদ আল খুনবাশি জানিয়েছেন, প্রদেশের সবথেকে বড় সামরিক ঘাঁটি আল-খাশাআ ক্যাম্প আবারও পুনরুদ্ধার করেছে সরকারপন্থী বাহিনী। এই অভিযান শান্তিপূর্ণভাবে রাষ্ট্রীয় পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে চালানো হলেও বাস্তবে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে।

আরও পড়ুন: জুড়বে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি, কামারপুকুরে ট্রেন চলবে কবে? আপডেট দিল রেল

বিশেষজ্ঞদের দাবি, এই সংঘর্ষ সৌদি আরব এবং STC-র মধ্যে সম্পর্কের অবনতির ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরেই সংযুক্ত আরব আমিরশাহীর সমর্থনে দক্ষিণ ইয়ামেনকে আলাদা রাষ্ট্র হিসেবে গঠনের দাবি জানিয়ে আসছিল STC। তবে গত ডিসেম্বর মাসের শুরুতে এসটিসি বড় বড় সামরিক অভিযান চালিয়ে হাদরামাউতের একাধিক এলাকা দখল করে নিয়েছিল। সেই কারণে এতদিন তুলনামূলকভাবে শান্ত থাকা এই অঞ্চল ফের অশান্ত হয়ে উঠেছে।

Leave a Comment