বিক্রম ব্যানার্জী, কলকাতা: দাপট দেখিয়েই সোমবার AFC চ্যাম্পিয়নস লিগের (AFC Women’s Champions League) মূল পর্বে যাত্রা শুরু করল ইস্টবেঙ্গলের দঙ্গল কন্যারা। এদিন, লাল হলুদের প্রতিপক্ষ ছিল ইরানের দল বাম খাতুন এফসি। 11 বারের এই চ্যাম্পিয়ন দলকে উড়িয়েই চ্যাম্পিয়নস লিগের শুরুটা একেবারে রাঙিয়ে দিল ইস্টবেঙ্গলের নারী বাহিনী। এদিন লালু হলুদ শিবিরের সামনে মাথা তুলতে না পেরে 3-1 গোলে হেরেছে বিদেশের দলটি।
ইরানের চ্যাম্পিয়নদের ক্ষমতা দেখালো লাল হলুদের মেয়েরা
ইরানের ঘরোয়া লিগে 11 বারের চ্যাম্পিয়ন বাম খাতুন এফসি। সোমবার উহানে সেই শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে একেবারে দাপট দেখিয়ে খেলেছে, ইস্টবেঙ্গলের নারী বাহিনী। এদিন লাল হলুদের সৌম্যা গুগুলোথ, ফাজিলারা আক্রমণাত্মক ফুটবল দিয়ে শুরুটা একেবারে রাঙিয়ে দিয়েছিলেন। যার জেরে মাত্র 4 মিনিটের মাথাতেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। গোল করেন লাল হলুদের শিলকি দেবী।
প্রথম গোলের পর আত্মবিশ্বাস পায় দলের বাকিরা। তবে প্রতিপক্ষের কাছে গোল খেয়ে তা শোধ দিতে চাইলেও নিজেদের রক্ষণভাগ ধরে রেখে বাম খাতুনের সাইড লাইনের উপর চাপ বজায় রাখে ইস্টবেঙ্গল। তবে আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে 20 মিনিটের মাথায় গোলের সুযোগ করে নেয় মশাল বাহিনীর প্রতিপক্ষ। তবে লাল হলুদের রক্ষণ ভেঙে গোল করতে পারেনি তারা।
সেখান থেকেই নিজেদের রক্ষণভাগ বাঁচিয়ে 32 মিনিটের মাথায় আরেক গোল পায় ইস্টবেঙ্গল। এই সাফল্যটা এসছিল উগান্ডার স্ট্রাইকার ফাজিলার পা থেকে। তাতে আরও চাপে পড়ে যায় বাম খাতুন। লাল হলুদকে আটকাতে একেবারেই নিঃশ্বাস চেপে লড়তে থাকে তারা। সেই সূত্রে 43 মিনিটের মাথায় সুযোগ পায় বাম খাতুন। তবে কাজের কাজ হয়নি।
অবশ্যই পড়ুন: সস্তা হচ্ছে রান্নার গ্যাস! LPG নিয়ে সুখবর
ভাগ্যের ফের প্রথমার্ধ শেষ হওয়ার আগেই পেনাল্টি পেয়ে যায় ইরানের দলটি। সেই সুযোগের সদ্ব্যবহার করেই প্রথম গোল জালে ভরে খাতুন। এদিকে প্রতিপক্ষের প্রথম সাফল্য দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় ইস্টবেঙ্গল। তার ফাঁদে পড়েই সে অর্থে লাল হলুদের বিপক্ষে সুযোগ করে উঠতে পারেনি বিদেশের দলটি। তবে লড়াই চালিয়ে গিয়েছিল তারা। শেষে খেলা যখন 86 মিনিটে দৌড়াচ্ছে ঠিক সেই সময় অন্তিম গোল করে ম্যাচ পকেটে পুরে নেয় লাল হলুদের নারী দল। ফলাফল, 3-1।