ইরান থেকে তেল কেনার জের, ভারতের ৬ সংস্থাকে নিষিদ্ধ করল আমেরিকা

America bans 6 Indian companies on allegations of buying oil from Iran

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের ওপর 25 শতাংশ শুল্ক চাপিয়ে বড় ধাক্কা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মূলত আমেরিকার সাথে কম বাণিজ্য এবং রাশিয়ার সাথে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যকে সামনে রেখে বন্ধু বলে চেঁচিয়েও চড়া শুল্কের ঘেরাটোপে দিল্লিকে বেঁধে ফেলেতে চাইছেন আমেরিকান প্রেসিডেন্ট! আর এসবের মাঝেই এবার নিষেধাজ্ঞা উড়িয়ে ইরান থেকে তেল এবং তৈল পণ্য কেনার অভিযোগে 6টি ভারতীয় সংস্থাকে নিষিদ্ধ করল আমেরিকা।

ইরান থেকে তেল কেনার অভিযোগে মোট 20টি সংস্থা আমেরিকার নিশানায়

দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, ইরান থেকে তেল এবং তেলজাত পণ্য কেনার বিষয়টিকে অপরাধ হিসেবে গণ্য করে মোট 20টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকার বিদেশ বিভাগ। সেই তালিকায় নাম রয়েছে ভারতের 6টি বড় সংস্থার।

সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমেরিকার বিদেশ মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ায় শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট করছে ইরান। একমাত্র এই দেশটির জন্যই পশ্চিম অঞ্চলে সংঘাত জিইয়ে রয়েছে। মূলত টাকার জোরেই এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছে তারা। তাই এবার ইরানের আর্থিক যোগান বন্ধ করতে সংস্থাগুলির ওপর বড় পদক্ষেপ নিল আমেরিকা।

আমেরিকার রোষে ভারতের এই 6 সংস্থা

ইরান থেকে তেল ও তৈল পণ্য কেনার কারণে এবার সরাসরি আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়েছে ভারতের 6 সংস্থা। তালিকায় নাম রয়েছে, Alchemical Solutions Private Limited, Persistent Petrochem Private Limited, Global Industrial Chemicals Limited, Jupiter Dye Chem Private Limited, Kanchan Polymers ও Ramniklal S Gosalia And Company-এর।

রিপোর্ট অনুযায়ী, ভারতের এই সংস্থাগুলির মধ্যে Alchemical Solutions Private Limited 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে ইরানের বিভিন্ন সংস্থার কাছ থেকে 84 মিলিয়ন ডলার মূল্যের পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে। যা বাকি সংস্থাগুলির মধ্যে সর্বাধিক। এছাড়াও 2024 সালের জুলাই মাস থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত মিথানল সহ ইরান থেকে অন্যান্য তৈল পণ্য মিলিয়ে মোট 51 মিলিয়ন ডলারের আমদানি করেছে ভারতের আরেক পরিচিত সংস্থা Global Industrial Chemicals Limited। বাকিদের আমদানি মূল্যের পরিমাণ এই দুই সংস্থার তুলনায় কিছুটা কম।

অবশ্যই পড়ুন: বন্দে ভারতের টিকিট কেটে চড়তে হল শতাব্দী এক্সপ্রেসে! NJP স্টেশনে যাত্রী বিক্ষোভ

প্রসঙ্গত, আমেরিকার দাবি অনুযায়ী, একাধিক নিষেধাজ্ঞা সত্ত্বেও তা উড়িয়ে ইরানের বিভিন্ন সংস্থার কাছ থেকে তেল ও তেলজাত পণ্য কিনে গিয়েছে ভারতের এই 6 সংস্থা। মূলত সেই কারণেই, এক্সিকিউটিভ অর্ডারের 3 নম্বর অনুচ্ছেদের আওতায় ভারতীয় সংস্থাগুলিকে নিষিদ্ধ করল আমেরিকা। যার জেরে, আমেরিকায় এই সংস্থাগুলির যত সম্পত্তি রয়েছে তার সবটাই বাজেয়াপ্ত করবে ট্রাম্প প্রশাসন!

Leave a Comment