ইলন মাস্ককে হটিয়ে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি লারি এলিসন! কত সম্পত্তি তাঁর?

Larry Ellison

সৌভিক মুখার্জী, কলকাতা: এতদিন ধরে বিশ্বের ধনকুবেরদের তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছিলেন ইলন মাস্ক। তবে এবার সেই তালিকায় ইতিহাস গড়লেন ওরাকলের সহ প্রতিষ্ঠিতা লারি এলিসন (Larry Ellison)। 81 বছর বয়সী এই প্রযুক্তির উদ্যোক্তা ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সে মাস্ককে পেছনে ফেলে বিশ্বের ধনকুবেরদের তালিকায় শীর্ষস্থানে উঠে আসলেন।

কত টাকার মালিক এখন এলিসন?

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের দেওয়া এক তথ্য অনুযায়ী, বুধবার নিউইয়র্কের সকাল 10টা 10 মিনিটে লারি এলিসনের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 393 বিলিয়ন মার্কিন ডলার। আর ঠিক সেই সময় এলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল 385 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ এলিসন ইলন মাস্কের থেকে 8 বিলিয়ন মার্কিন ডলার এগিয়ে গেলেন।

হঠাৎ এত বড় উত্থানের পেছনে কারণ কী?

আসলে এর পেছনে রয়েছে ওরাকলের গত ত্রৈমাসিক রিপোর্ট। কোম্পানির আর্থিক ফলাফল প্রত্যাশার থেকেও অনেকটাই ভালো এসেছে। শুধু তাই নয়, আগামী দিনে প্রবৃদ্ধির আশাও জানিয়েছে তাঁরা। আর এই ঘোষণার পরই ওরাকলের শেয়ারের দাম একধাক্কায় 41% ঊর্ধগতিতে ঠেকেছে। এর ফলে একদিনেই লারি এলিসনের সম্পদ বেড়েছে 101 বিলিয়ন মার্কিন ডলার, যা ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের ইতিহাসে একদিনে সর্বোচ্চ বৃদ্ধি বলা চলে।

কে এই লারি এলিসন?

জানিয়ে রাখি, 1977 সালে ওরাকল প্রতিষ্ঠা করেছিলেন লারি এলিসন। বর্তমানে তিনি কোম্পানির চেয়ারম্যান এবং চিফ টেকনোলজি অফিসার পদে নিযুক্ত। তাঁর মূল সম্পদ ওরাকলের শেয়ারের সঙ্গেই মূলত সম্পর্কিত। মঙ্গলবার পর্যন্ত কোম্পানির শেয়ার 45 শতাংশ বেড়েছিল। আর বুধবার রিপোর্ট প্রকাশের পর তা আরও এক ধাপ লাফিয়ে উপরে ওঠে।

অন্যদিকে টেসলাস শেয়ারের দাম এ বছর 13% তলানিতে ঠেকেছে। যার ফলে মাস্কের আয়েও অনেকটাই টান পড়েছে তা বলা চলে। যদিও টেসলার বোর্ড সম্প্রতি তাঁর জন্য একটি বিরাট পে প্যাকেজ প্রস্তাব করেছে। আর সেটা কার্যকর হলে মাস্কই হতে পারেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার।

আরও পড়ুনঃ এবার বিশ্বকর্মা পুজোতেও ছুটি! ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

প্রসঙ্গত, 2021 সালে প্রথমবার বিশ্বের সবথেকে ধনী ব্যক্তির তকমা পেয়েছিলেন এলন মাস্ক। এরপর কখনও আমাজনের জেফ বেজোস, কখনো বা LVMH-র বার্নার্ড আর্নো তাঁকে ছাড়িয়ে যান। তবে গত বছর আবারো সেই শীর্ষস্থানে ফিরে আসেন মাস্ক এবং টানা প্রায় 300 দিনেরও বেশি সেই মুকুট ধরে রাখেন। তবে ফের আবার তিনি পিছিয়ে পড়লেন।

Leave a Comment