ইসলামের আদর্শ আমেরিকার স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকিঃ তুলসী গাবার্ড

Tulsi Gabbard On Islamic Ideology she says it is the biggest threat to America

বিক্রম ব্যানার্জী, কলকাতা: “ইসলামের আদর্শ আমেরিকার স্বাধীনতা এবং জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি!” একেবারে খোলাখুলি কথাগুলো বলেছেন আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার্ড (Tulsi Gabbard On Islamic Ideology)। তাঁর মতে, ইসলামীয় ভাবধারা ব্যক্তিগত স্বাধীনতা এবং পশ্চিমী গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত। আমেরিকান গোয়েন্দা প্রধানের এমন বক্তব্যে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

ইসলামের মতাদর্শ নিয়ে ঠিক কী বলেছিলেন তুলসী?

সম্প্রতি অ্যারিজোনায় মার্কিন ফেস্ট অফ টার্নিং পয়েন্ট ইউএসকে সম্বোধন করে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী একেবারে খোলাখুলি জানান, “হুমকি আর বিদেশের দেশগুলির মধ্যে সীমাবদ্ধ নেই। আমেরিকার মধ্যেও এই হুমকি ছড়িয়ে পড়েছে। ইসলামের আদর্শ আমাদের স্বাধীনতার জন্য সরাসরি হুমকি। এটি একটি বৈশ্বিক কালফিয়াত এবং শরিয়া ভিত্তিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক এজেন্ডা।”

এদিন তুলসী সতর্ক করে বলেন, আমেরিকা যদি সময় মতো এই ইসলামীয় আদর্শের বিরুদ্ধে পদক্ষেপ না নেয় তবে খুব শীঘ্রই এই দেশ ইউরোপ এবং অস্ট্রেলিয়ার মতো ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হতে পারে। আমেরিকার গোয়েন্দা প্রধানের কথায়, “আমরা যদি এখনই পদক্ষেপ না নিই এবং চ্যালেঞ্জ না করি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সেই দেশগুলোর পথে এগিয়ে যাবে যেখানকার সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই।”

একেবারে উদাহরণ দিয়ে তুলসী বুঝিয়ে দেন, জার্মানিতে ক্রিসমাস মার্কেট বাতিল করা হয়েছে। ব্রিটেন বা যুক্তরাজ্যের লোকেরা রাস্তার পাশে নিঃশব্দে প্রার্থনা করার জন্য গ্রেফতার হন। তাই যত দ্রুত সম্ভব ইসলামীয় ভাবাবেগ বা মতাদর্শের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে বলেই মনে করেন তুলসী। গাবার্ড এও বলেন, আমেরিকার অনেক শহরে কট্টর ইসলামধর্মালম্বীরা দেশের তরুণ সমাজকে এই ভাবাবেগে উদ্বুদ্ধ করে উগ্রপন্থার দিকে ঠেলে দিচ্ছে। তাদের উত্তেজিত করে তুলছে।

অবশ্যই পড়ুন: ২৮ দিনের রিচার্জ প্ল্যানের দাম ছাড়াতে পারে ৪০০ টাকা, মাথায় হাত 5G ব্যবহারকারীদের!

মার্কিন গোয়েন্দা প্রধানের সাফ বক্তব্য, “ডেয়ারবর্ন এবং মিনিয়াপলিসের মতো এলাকাগুলিতে ইসলাম ধর্মালম্বীরা প্রকাশ্যে এই আদর্শ প্রচার করছে এবং তরুণদের তাতে উদ্বুদ্ধ করছে।” আমেরিকার তরুণ প্রজন্মকে বাঁচাতে এদিন ট্রাম্প প্রশাসন থেকে শুরু করে সমাজের সকলকে ইসলামীয় মতাদর্শ থেকে দূরে থাকার এবং সেটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন গাবার্ড।

Leave a Comment