ইস্টবেঙ্গলের সাথে সম্পর্ক ছিন্ন করলেন মরক্কোর গোলমেশিন, কেন লাল হলুদ ছাড়লেন হামিদ?

Hamid Ahadad mutually left East Bengal FC

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইস্টবেঙ্গলে (East Bengal FC) ঢুকতে পেরে ব্যাপক উচ্ছাস প্রকাশ করেছিলেন মরোক্কান ফুটবলার হামিদ আহদাদ। তবে লাল হলুদের জন্য সে অর্থে নিজের ফুটবল দক্ষতা দেখাতে পারেননি তিনি। তাতে শেষ পর্যন্ত আনোয়ার আলিদের ঘরে, জায়গা হলো না এই বিদেশির। সোমবার, ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছে দ্বিপাক্ষিক সমঝোতার মধ্যে দিয়েই হামিদের সাথে সম্পর্ক ছিন্ন করছে তারা।

কেন ইস্টবেঙ্গল ছাড়তে হল হামিদকে?

সাম্প্রতিককালে লাল হলুদের হয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মরক্কোর এই ফুটবলার। তবে আশা ছিল আগামী দিনে মশালের তেজ বাড়াবেন। কিন্তু শেষ পর্যন্ত বিদায় নিতে হবে কে জানতো! যদিও ক্লাবের তরফে জানানো হয়েছে, হামিদের তরফেই নাকি ইস্টবেঙ্গল ছাড়ার অনুরোধ এসেছিল। তিনি আসলে পরিবারের সাথে সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই ইচ্ছায় বাধা হয়ে দাঁড়ায়নি দল। খেলোয়াড়ের ইচ্ছাকে সম্মান জানিয়ে তাঁর অনুরোধ মেনে নেওয়া হয়েছে।

অবশ্যই পড়ুন: মালদা থেকে প্রথম বন্দে ভারত স্লিপারের উদ্বোধন, ইতিহাসের সাক্ষী হতে চলেছে বাংলা

বলাই বাহুল্য, মরক্কোর ফুটবলে হামিদ আহদাদ নামটা বেশ পরিচিত। এই খেলোয়াড়ের ফুটবল দক্ষতা দেখেই তাঁকে টার্গেটে রেখে দলে টেনেছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আশা ছিল, হয়তো মরক্কোর ফুটবলের জাদু দেখা যাবে ভারতীয় ফুটবলেও। তবে বাস্তবিক অর্থে, লাল হলুদ জার্সিতে একপ্রকার ব্যর্থতাই দেখতে হয়েছে হামিদকে। যদিও শিল্ড ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে গোল করেছিলেন মরক্কোর এই ফুটবলার। তবে ইস্টবেঙ্গলের হয়ে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি তিনি। যা নিয়ে প্রথম থেকেই চোখে মুখে অসন্তুষ্টির ছাপ ছিল ইস্টবেঙ্গল ভক্তদের। তবে হামিদ চলে যাওয়ায় লাল হলুদ ভক্তরা যে খুব একটা সন্তুষ্ট তেমনটা বলা যায় না।

 

অবশ্যই পড়ুন: হরিদ্বারে অ-হিন্দুদের প্রবেশে বসতে পারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত নিতে পারে উত্তরাখণ্ড সরকার

উল্লেখ্য, ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে বিগত দিনগুলিতে চরম নাটক দেখেছে ভারতের ফুটবলপ্রেমীরা। শেষ পর্যন্ত সুনীল ছেত্রীদের ভিডিও বার্তায় হয়েছে কাজ। এবারের মতো ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের দায়িত্ব নিয়েছে খোদ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এক কথায়, ISL নিয়ে ধীরে ধীরে কাটছে জট। আর ঠিক সেই আবহে ইস্টবেঙ্গল ফুটবলারের চলে যাওয়া ভারতীয় ফুটবলে খানিকটা অন্যরকম মোড় নিল।

Leave a Comment