ইস্টবেঙ্গল ক্লাব থেকে চুরি গেল কোটি টাকার জিনিস!

Theft At East Bengal Club Debabrata Sarkar revealed

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইস্টবেঙ্গল ক্লাবে চুরি (Theft At East Bengal Club)। অভিযোগ তুললেন খোদ কর্তা দেবব্রত সরকার। দুটি ফ্লাড লাইটের বৈদ্যুতিন সরঞ্জাম চুরি হয়ে গেছে, বলে জানালেন তিনি। দাবি, সেগুলির দাম কম করে 12 থেকে 14 লক্ষ টাকা। এদিকে ক্লাবের একটি সূত্র বলছে, চুরি যাওয়া জিনিসের দাম কোটি টাকার কাছাকাছি। থানায় অভিযোগ জানিয়েছে লাল হলুদ। তাতে অবশ্য কোনও সুরাহা হয়নি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে চুরির কথা জানালেন দেবব্রত

বৃহস্পতিবার দুপুরে গড়ায় কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্স পর্বের প্রথম ম্যাচ। আসরে নামে ইস্টবেঙ্গল ও কলকাতা ইউনাইটেড। এই ম্যাচে 3-0 গোলে প্রতিপক্ষকে লাল চোখ দেখিয়েছে মশাল ব্রিগেড। তবে জয়ের ম্যাচ শেষেই সাংবাদিকদের মুখোমুখি হন লাল হলুদ কর্তা দেবব্রত। এ দিনের ম্যাচে দর্শক কম হওয়ায় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতেই ইস্টবেঙ্গল কর্তা বলেন, আমি দর্শকদের স্টেডিয়াম ভরানোর জন্য আহ্বান করি।

অবশ্যই পড়ুন: একেই বলে ইস্টবেঙ্গল! ইউনাইটেডকে ৩ গোলে উড়িয়ে সুপার সিক্সে পথ চলা শুরু লাল হলুদের

দেবব্রতর কথায়, বৃহস্পতিবার কাজের দিন। সবারই অফিস থাকে। তাই ছুটি না থাকায় স্টেডিয়ামের দর্শক কমই ছিল। এরপরই এক সাংবাদিক প্রশ্ন করেন, ইস্টবেঙ্গল ক্লাবে তো ফ্লাডলাইট আছে। তাহলে দুপুরের ম্যাচ সন্ধ্যায় করা যায় না? উত্তরে দেবব্রত স্পষ্ট জানান, খুব দুর্ভাগ্যজনক! রাস্তার দিকের দুটো ফ্লাডলাইটের প্লাগ চুরি হয়ে গিয়েছে। এটা কীভাবে সম্ভব হল আমি জানি না! তবে খুব বাজে ব্যাপার। দুটোর দাম কম করে 12 থেকে 14 লাখ টাকা। যদিও ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু হয়েছে।

এদিকে ইস্টবেঙ্গলের একটি সূত্র দাবি করছে, অন্তত তিন মাস আগে ক্লাবে এই চুরির ঘটনাটি ঘটেছিল। চুরি যাওয়া সরঞ্জামগুলির দাম কোটি টাকার কাছাকাছি! ওই সূত্রের দাবি, চুরির ঘটনা জানার পর ময়দান থানায় জেনারেল ডায়েরি করা হয়েছিল। সেই মতো, পুলিশও তদন্ত শুরু করে। কিন্তু কোনও সুরাহা হয়নি। ক্লাবও চোর ধরার আশা ছেড়ে দিয়েছে।

 

Leave a Comment