বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার, সুপার কাপের শুরুতেই ধাক্কা খেয়েছে ইস্টবেঙ্গল। তবে প্রতিবেশীর দুঃসময়ে ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে শুভ সূচনা করল মোহনবাগান (Mohun Bagan Super Cup)। গতকাল, চেন্নাইয়িনকে 2-0 ব্যবধানে হারিয়ে জয় পায় হোসে মোলিনার দল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সবুজ মেরুনের সাফল্যের দুই গোলই এসেছিল জেমি ম্যাকলারেনের পা থেকে।
আক্রমণাত্মক ফুটবল খেলেই জিতেছে সবুজ মেরুন
গোয়ার মাটিতে বৃষ্টি মাথায় নিয়েই শুরু হয় দুই প্রতিদ্বন্দ্বীর খেলা। গতকাল, ম্যাচের একেবারে শুরু থেকেই আক্রমণ বাড়াচ্ছিল মোহনবাগান। প্রতিপক্ষও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ম্যাচের প্রথম 2 মিনিটেই ফ্রি কিক পেয়ে যায় চেন্নাই। তবে বাগানের রক্ষণভাগকে বোকা বানাতে পারেনি তারা। অন্যদিকে জোরালো আক্রমণ নিয়ে 9 মিনিটে উঠে আসেন মনবীর সিং। তবে প্রতিপক্ষের বিরুদ্ধে সুযোগ তৈরি করতে পারেননি তিনিও।
ধীরে ধীরে প্রতিপক্ষের উপর আক্রমণ ক্রমশ জোরালো হচ্ছিল মোহনবাগানের। এদিন ম্যাচের প্রথম 30 মিনিটে বেশ কয়েকবার বাগানের বিরুদ্ধে সুযোগ তৈরি করেও ব্যর্থ হয়েছে চেন্নাই। সবুজ মেরুনেরও একই দশা। 34 মিনিটের মাথায় লিস্টন ফ্রি কিক পেলেও গোল করতে পারেননি। তবে সেই ঘটনার কিছুক্ষণের মধ্যেই আক্রমণ বাড়িয়ে প্রতিপক্ষের গোল বক্সে বল পাঠান জেমি ম্যাকলারেন। এগিয়ে যায় মোহনবাগান। বাগানের গোলের পর সতর্ক হয়ে যায় চেন্নাইয়িন। তবে প্রথমার্ধে সেই গোল শোধ দিতে পারেনি তারা।
এদিকে, ম্যাচের প্রথম 45 মিনিট বৃষ্টির কারণে মাঠে কার্যত জল দাঁড়িয়ে গিয়েছিল! তবে দ্বিতীয়ার্ধে বৃষ্টি কিছুটা কমে। সেই সাথে প্রথম গোলের পর আক্রমণ আরও বাড়ায় মোহনবাগান। বেশ কয়েকবার প্রতিপক্ষকে টপকে গোল করার চেষ্টা করেছিলেন বাগানের ছেলেরা। কিন্তু তাতে কাজের কাজ হল না। শেষ পর্যন্ত 67 মিনিটে গিয়ে মনবীরকে পাস দেন শুভাশিস, মনবীর ক্রস করলেই সেখান থেকেই গোল করেন জেমি। 2-0 তে এগিয়ে থাকে বাগান। এরপর থেকে নিজেদের রক্ষণকে শক্ত হাতে ধরে রেখে আরও গোলের খোঁজ করেছিল মোলিনার ছেলেরা। অন্যদিকে ভারতের এক নম্বর ক্লাবের বিপক্ষে ক্রমাগত রুখে দাঁড়িয়েও মান রক্ষা করতে পারেনি ভিন রাজ্যের দল। নির্ধারিত সময় শেষে ফলাফল 2-0।
অবশ্যই পড়ুন: শীতে পলিথিনে AC ঢাকছেন? ভুলেও করবেন না এই কাজ, দু’দিনেই হয়ে যাবে বিকল!
মোহনবাগানের পরবর্তী ম্যাচ কবে?
সুপার কাপে দুর্দান্ত শুরু করে এবার ফাইনাল জয়ের লক্ষ্য নিয়েই এগোবে কলকাতার ঐতিহ্যবাহী দল মোহনবাগান। বলে রাখি, সবুজ মেরুনের পরবর্তী ম্যাচ রয়েছে আগামী 28 অক্টোবর। এদিন বাগানের প্রতিপক্ষ হবে ইস্টবেঙ্গলকে সুপার কাপের প্রথম ম্যাচে আটকে দেওয়া ডেম্পো। আর এই ম্যাচে মোলিনার দল যদি জিতে যায়, তবে অনেকটাই এগিয়ে থেকেই আগামী 31 অক্টোবর কলকাতা ডার্বিতে নামবে তারা।