বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি মাসের শেষের দিকে শুরু হচ্ছে নেশনস কাপ। আর তার আগেই ভারতীয় দলে বড় চমক দিলেন নবনিযুক্ত কোচ খালিদ জামিল। ইতিমধ্যেই আসন্ন নেশনস কাপের জন্য 35 সদস্যের দল ঘোষণা করেছেন তিনি।
তবে দুঃখের বিষয়, সেই দলে জায়গা পাননি অবসর ভেঙে ফের ভারতীয় দলের স্বার্থে ময়দানে আসা সুনীল ছেত্রী। জানা যাচ্ছে, ভারতীয় দলের হয়ে সর্বাধিক 95 গোল করা সুনীলকে দল থেকে বাদ দিয়েছেন খালিদ। বদলে তরুণদের উপর বিশেষ মনোযোগী হয়েছেন জামশেদপুর এএফসির প্রাক্তন কোচ।
উল্লেখযোগ্য বিষয়, সুনীল ছেত্রীকে দল থেকে বাদ দিলেও মোহনবাগানের 7 জন খেলোয়াড়কে নেশনস কাপের জাতীয় দলে টেনে নিয়েছেন খালিদ। পাশাপাশি 35 সদস্যের ভারতীয় দলে জায়গা হয়েছে কলকাতা ময়দানের আরেক প্রধান ইস্টবেঙ্গলের 3 ফুটবলারের।
কেন 35 সদস্যের দলে সুনীলকে রাখলেন না খালিদ?
ভারতীয় দলের কোচ হয়েই নেশনস কাপের 35 সদস্যের দল থেকে প্রথমেই সুনীল ছেত্রীকে বাদ দিলেন খালিদ জামিল। কিন্তু কেন? সূত্রের খবর, 2024 সালের জুন মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর প্রাক্তন কোচ মানালো মার্কেজের অনুরোধে এবং ভারতীয় ফুটবল দলের স্বার্থে অবসর ভেঙে জাতীয় দলে ভেড়েন সুনীল ছেত্রী।
তবে এরপর থেকে, চারটি ম্যাচে অংশ নিয়ে মাত্র একটি গোল করেছিলেন ছেত্রী। মনে করা হচ্ছে, হয়তো সেই কারণেই 41 বছর বয়সী অভিজ্ঞ ফুটবলার তথা ভারতীয় ফুটবল দলের হয়ে সর্বোচ্চ 95 গোল করা ছেত্রীকে 35 সদস্যের দলে রাখলেন না খালিদ। তবে, ছেত্রী বেরিয়ে গেলেও খালিদের দলে ফিরেছেন গুরপ্রীত সিং।
ভারতের 35 সদস্যের দলে কলকাতা ময়দানের দুই প্রধানের 10 ফুটবলার
রিপোর্ট অনুযায়ী, নেশনস কাপের আগে খালি জামিলের বেছে নেওয়া 35 সদস্যের ভারতীয় দলে জায়গা পেয়েছেন মোহনবাগানের 7 ফুটবলার। তালিকায় নাম রয়েছে, গোলরক্ষক বিশাল কাইথ, অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, আপুইয়া, লিস্টন কোলাসো, মনবীর সিং ও সাহাল আব্দুল সামাদ।
অন্যদিকে ইস্টবেঙ্গল শিবির থেকে 35 সদস্যের ভারতীয় দলে জায়গা পেয়েছেন আনোয়ার আলি, জিকসন সিং ও নাওয়েম মহেশ সিং। বলে রাখি, কলকাতা ময়দানের দুই প্রধান ছাড়াও জামশেদপুর এফসির, মনবীর সিং, আর্মি রেডের ডিফেন্ডার সুনীল বেঞ্জামিন ডাক পেয়েছেন জাতীয় দলে। এছাড়াও ডিফেন্ডার অ্যালেক্স সাজি ও গোলরক্ষক অ্যালবিনো গেমসকেও ডেকে পাঠিয়েছেন খালিদ। 35 সদস্যের তালিকায় নাম রয়েছে নর্থ-ইস্টের জিথিন এমএস-এরও।
অবশ্যই পড়ুন: ম্যাচ চলাকালীন রেফারিকে মারধর! তৃণমূল ঘনিষ্ঠর দাদাগিরির ভিডিও পোস্ট শুভেন্দুর
উল্লেখ্য, আগামী 29 আগস্ট থেকে শুরু হচ্ছে নেশনস কাপ। এই আসরে গ্রুপ বি তে তাজিকিস্তান, আফগানিস্তান ও ইরানের সঙ্গেই রয়েছে ভারত। জানা যাচ্ছে, টুর্নামেন্টের প্রথম দিনই তাজিকিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। আর তার আগেই 35 সদস্যের দল ঘোষণা করে দিলেন খালিদ। খোঁজ নিয়ে জানা গেল, 35 সদস্যের মধ্যে 22 জনই শনিবার জাতীয় শিবিরে যোগ দিচ্ছেন। এক নজরে দেখে নিন সেই তালিকা…
জাতীয় শিবিরে যোগ দেওয়া 22 জন ফুটবলার
ডিফেন্ডার: বরিস সিংহ, চিংলেনসানা সিংহ, মিংথানমাওয়াইয়া রালতে, আকাশ মিশ্র, অ্যালেক্স সাজি, রাহুল ভেকে, রোশন সিংহ, সন্দেশ জিঙ্ঘান, সুনীল বেঞ্চামিন।
মিডফিল্ডার: আশিক কুরুনিয়ন, দানিশ ফারুখ, সুরেশ সিংহ, উদান্তা সিংহ, নিখিল প্রভু ও রাহুল কেপি।
ফরোয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, রহিম আলি, বিক্রম প্রতাপ সিংহ।
গোলরক্ষক: গুরপ্রীত সিং, অমরিন্দর সিং, হৃতিক তিওয়ারি।