উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকদের মাথায় বাজ! জারি কড়া বিজ্ঞতি

SSC Teacher Transfer big update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়েও স্থগিত হয়ে গেল সাধারণ বা জেনারেল বদলি (SSC Teacher Transfer)। এ নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নবম-দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। এদিকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। মূলত সে কারণেই আগামী 30 জুন পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে সাধারণ বদলি স্থগিত থাকবে। তবে আপাতত সাধারণ বদলি স্থগিত রাখা হলেও প্রয়োজন বুঝে পারস্পরিক বদলি করা যেতে পারে।

উৎসশ্রী পোর্টালের কাজ আরও 6 মাসের জন্য থমকে গেল!

কমবেশি প্রায় সকলেই জানেন, মূলত শিক্ষক শিক্ষিকিকাদের মিউচুয়াল ট্রান্সফার বা সাধারণ বদলি সহ মেডিকেল গ্রাউন্ড ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয়ে থাকে উৎসশ্রী পোর্টাল। তবে 2022 সাল থেকে সাধারণ বদলির ক্ষেত্রে শূন্য আসনের তালিকা নিয়ে সমস্যার কারণে বন্ধ হয়ে রয়েছে এই পোর্টাল। এবার শিক্ষক-শিক্ষিকাদের ট্রান্সফারের জন্য ব্যবহৃত সেই পোর্টালের বন্ধ থাকার মেয়াদ আরও 6 মাস বাড়ানো হলো।

অবশ্যই পড়ুন: বার কাউন্সিলের ভোটার তালিকায় বাদ মমতা সহ ১৭ হাজার আইনজীবীর নাম! মামলা হাইকোর্টে

বলাই বাহুল্য, জোর কদমে চলছে নবম-দশম এবং একাদশ ও দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া। আপাতত যা খবর, আগামী ফেব্রুয়ারি মাসেই প্রাথমিক স্তরের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলে চলতি সপ্তাহেই প্রকাশিত হবে এসএসসি একাদশ এবং দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা। 7 জানুয়ারি একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধা তালিকা বা প্যানেল প্রকাশ করা হবে বলে ইতিমধ্যেই আদালতে হলফনামা জমা দিয়ে জানিয়েছে কমিশন। গ্রুপ সি এবং গ্রুপ ডি তে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়া এখনও বাকি। এসব মিলিয়েই 30 জুন পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে সাধারণ বদলি স্থগিত রাখার সিদ্ধান্ত নিল এসএসসি।

অবশ্যই পড়ুন: TRP টপার স্বস্তিকার বিদ্যা ব্যানার্জী, কী হল পরশুরামের? দেখুন বছরের প্রথম টিআরপি তালিকা

উল্লেখ্য, কিছুদিন আগেই শিক্ষা দপ্তরের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয় উৎসশ্রী পোর্টাল ব্যবহার করে প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাদের সাধারণ বদলি বা জেনারেল ট্রান্সফার 30 জুন পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তবে সাধারণ বদলি বন্ধ থাকলেও শিক্ষক সংগঠনগুলির দাবি, যত দ্রুত সম্ভব মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পরিক বদলি দেওয়া হোক।

Leave a Comment