বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্বাধীনতা দিবসের দিন দিল্লির লালকেল্লায় দাঁড়িয়ে, GST ব্যবস্থায় সংস্কার করা হবে বলেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মতোই, বিরাট সিদ্ধান্ত নিয়ে দিল কেন্দ্রীয় সরকার। আগেই পেশ করা হয়েছিল প্রস্তাব, বুধবার সেই মতোই GST কাউন্সিলের বৈঠকে চারটি থেকে এবার দুটি GST স্ল্যাব রাখার সিদ্ধান্ত নেওয়া হল।
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করে দিলেন, আজ থেকে দেশে মাত্র দুটি GST স্ল্যাব থাকবে। অর্থাৎ 5 শতাংশ এবং 18 শতাংশ ছাড়া বাকি দুটি GST স্ল্যাব উঠে যাচ্ছে। কেন্দ্রের তরফে এমন ঘোষণার পরই ধরে প্রাণ এসেছে আমজনতার। কেননা, GST তে আমূল পরিবর্তন আসায় দাম কমতে চলেছে দুধ, পনির, মাখনের মতো একাধিক নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ টিভি, ফ্রিজ, ছোট গাড়িরও। তবে কেন্দ্রের সিদ্ধান্তে সাধারণের পকেট বাঁচলেও কতটা ক্ষতি হবে সরকারি রাজস্বে? তবে, বিলাসবহুল পণ্যের জন্য ৪০% GST স্ল্যাব রেখেছে কেন্দ্র।
GST ব্যবস্থায় সংস্কারের কারণে কতটা ক্ষতি হবে কেন্দ্রের রাজস্বে?
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমনের GST স্ল্যাব পরিবর্তনের ঘোষণার পরই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্তে আমজনতা বাঁচলেও রাজস্বে কতটা ঘাটতি দেখা দেবে? NDTV-র রিপোর্ট অনুযায়ী, এমন প্রশ্নের উত্তরে কেন্দ্রের রাজস্ব সেক্রেটারি অরবিন্দ শ্রীবাস্তব জানিয়েছেন, GST ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। উঠে গিয়েছে 12 ও 28 শতাংশের GST স্ল্যাব। তবে এই পরিবর্তনের কারণে রাজস্বে কোনও ক্ষতি হবে না বলেই মনে করছেন তিনি। শ্রীবাস্তবের কথায়, GST সংস্কারের কারণে রাজস্বে 48 হাজার কোটি টাকার প্রভাব পড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে। 2023-24 পরিসংখ্যানের হিসেবে ঠিক করা হয়েছে এই সংখ্যা। যদিও এতে রাজস্বের কোনও ক্ষতি হবে না বলেই মনে করছেন রাজস্ব সেক্রেটারি অরবিন্দ।
এদিন শ্রীবাস্তবের সংযোজন ছিল, কেন্দ্র GST সংস্কার করায় এবার ক্রেতাদের কেনাকাটায় ব্যাপক প্রভাব পড়বে। এমন সিদ্ধান্তের কারণে আগামী দিনে অটোমোবাইল থেকে শুরু করে খাবার এমনকি পরিবহনের ক্ষেত্রেও দারুণ উন্নতি হবে। অরবিন্দ মনে করছেন, GST সংস্কারের কারণে সাধারণ মানুষের পকেটের টাকা বাঁচবে। এর ফলে তাদের খরচের ক্ষমতাও বাড়বে। যা সরাসরি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
অবশ্যই পড়ুন: বেটিং অ্যাপের হয়ে প্রচার, প্রতারণার অভিযোগ! ইডির দফতরে শিখর ধাওয়ান
প্রসঙ্গত, GST সংস্কার নিয়ে কেন্দ্রের কাছে বহু আবেদন জানানোর পর অবশেষে এসেছে খুশির খবর। GST স্ল্যাবে আমূল পরিবর্তন হওয়ায় শীঘ্রই দাম কমতে চলেছে তেল, সাবান, শ্যাম্পু থেকে শুরু করে দুগ্ধজাত একাধিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। দাম কমবে মোটর বাইকেরও। তাতে আখেরে লাভের মুখ দেখবে আমজনতা। আর সে বিষয়েই কথা বলতে গিয়ে অরবিন্দ শ্রীবাস্তব জানান, কেন্দ্রের এই সিদ্ধান্ত আর্থিকভাবে টেকসই হবে। ভারত আর্থিক দিক থেকে আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি GST ব্যবস্থায় আমূল পরিবর্তন সরাসরি দেশের GDP বৃদ্ধিতে সাহায্য করবে বলেই মনে করছে কেন্দ্র।