সহেলি মিত্র, কলকাতাঃ নতুন বছরে আরও এক সুখবর রইল রেল যাত্রীদের জন্য। এবার উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ। সবকিছু ঠিকঠাক থাকলে আরও একটি নতুন ট্রেন পেতে চলেছেন মানুষ। তাও কিনা দূরপাল্লার। উত্তরবঙ্গ পেতে চলেছে আরও একটি অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express)। সবথেকে বড় কথা, ‘গুরুত্ব হারানো’ স্টেশন আলিপুরদুয়ার জংশন অবধি নতুন ট্রেন পেতে চলেছে। আসলে বেঙ্গালুরু থেকে আলিপুরদুয়ার জংশন অবধি নতুন ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে। আগামী ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই ট্রেনের উদ্বোধন করতে পারেন বলে খবর। সত্যিই কী তাই? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
আরও একটি অমৃত ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা
indiarailinfo.com অনুযায়ী, রেল মন্ত্রকের তরফে ট্রেন নম্বর 16597/8 এসএমভিটি বেঙ্গালুরু-আলিপুরদুয়ার-এসএমভিটি বেঙ্গালুরু সাপ্তাহিক অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর অনুমোদন মিলেছে। সময়সূচি অবধি সামনে এসেছে। উদ্বোধনের তারিখ ১৭ বা ১৮ জানুয়ারি, ২০২৬-এ হতে পারে। এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর ১৬৫৯৭ এসএমভিটি বেঙ্গালুরু-আলিপুরদুয়ার প্রতি শনিবার চলতে শুরু করবে এবং সেটি আলিপুরদুয়ার পৌঁছাবে সোমবার। এরপর ফিরতি পথে ১৬৫৯৮ আলিপুরদুয়ার-এসএমভিটি সোমবার আলিপুরদুয়ার থেকে ছেড়ে বেঙ্গালুরু ঢুকবে বৃহস্পতিবার।
আরও পড়ুনঃ দার্জিলিংয়ের পরেই দক্ষিণবঙ্গের এই জেলায় সবথেকে বেশি ঠান্ডা, কলকাতায় কত?
ট্রেনের সময়সুচীও স্টপেজ
এল সূত্রে খবর, নতুন এই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক হতে চলেছে যা বেঙ্গালুরু থেকে আলিপুরদুয়ার অবধি ছুটবে। ট্রেনটি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন যেমন কৃষ্ণরাজপুরম, বাঙ্গারাপেট, কুপ্পাম, জোলারপেট্টাই, কাটপারি, বেনিগুন্টা, নেলোর, অনগোল, চিরালা, তেনালি, বিজয়ওয়াড়া, এলুরু, রাজামুন্ডরি, সামালকোট, আনাকাপাল্লে, ডুভাডা, শ্রীকুলাম রোড, ভুবনেশ্বর, কটক।

আরও পড়ুনঃ হুগলী থেকে পুরুলিয়া, বিষ্ণুপুর ট্রেন! এই দিন উদ্বোধন হতে পারে জয়রামবাটি স্টেশনের
এছাড়াও থামবে জজপুর কেওনঝড় রোড, ভদ্রক, বালাসোর, খড়গপুর, আন্দুল, ডানকুনি, বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন, রামপুরহাট, মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ, আলুয়াবারি রোড, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, বিন্নাগুড়ি এবং হাসিমারায়। ট্রেনটিতে মোট ২২টি কোচ থাকবে। যদিও ট্রেনের ভাড়া সম্পর্কে কিছু জানা যায়নি।