উত্তরাখণ্ডে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, আহত কমপক্ষে ৬০

সহেলি মিত্র, কলকাতা: নতুন বছর শুরু হওয়ার আগে দেশে ফের একবার বড়সড় রেল দুর্ঘটনা ঘটে গেল আহত হলেন কমপক্ষে ৬০ জন মানুষ। জানা গিয়েছে, মঙ্গলবার উত্তরাখণ্ডের চামোলি জেলায় একটি বড় ট্রেন দুর্ঘটনা (Uttarakhand Train Accident) ঘটেছে। বিষ্ণুগড় পিপালকোটি জলবিদ্যুৎ প্রকল্পের পিপালকোটি টানেলে শ্রমিক ও কর্মকর্তাদের বহনকারী একটি লোকো ট্রেন এবং একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে।

উত্তরাখণ্ডে বিরাট রেল দুর্ঘটনা

ঘটনা প্রসঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানিয়েছেন যে, সন্ধ্যার দিকে এই দুর্ঘটনার সময় ট্রেনটিতে মোট ১০৯ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ৬০ জন আহত হয়েছেন। সকলকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল। জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন যে, টিএইচডিসি কর্তৃক নির্মিত প্রকল্পের পিপালকোটি টানেলের মধ্যে যাওয়ার সময়ে যাত্রীবাহী একটি ট্রেন এবং অপর আরেকটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, যে কারণে এই দুর্ঘটনা।

আরও পড়ুনঃ ১৮২ কিমি স্পিডে ছুটল বন্দে ভারত স্লিপার, অক্ষত রইল গ্লাসের জল! বিরাট মাইলফলক ছুঁল রেল

পুলিশ সুপার সুরজিৎ সিং জানিয়েছেন, ৪২ জন আহতকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের হাড় ভেঙে গেছে। ১৭ জন আহতকে পিপালকোটির বিবেকানন্দ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্মকর্তাদের মতে, নির্মাণ কাজের জন্য শ্রমিক, কর্মকর্তা এবং উপকরণ পরিবহনের জন্য টানেলের ভেতরে রেলের মতো যানবাহন ব্যবহার করা হয়।

বিরাট নির্দেশ মুখ্যমন্ত্রীর

ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জেলা ম্যাজিস্ট্রেটকে ফোন করে আপডেট জানতে চান। তিনি আহতদের সর্বোত্তম চিকিৎসার নির্দেশ দেন এবং প্রয়োজনে তাদের উচ্চ পর্যায়ের হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। চামোলি জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার (এসপি) আহতদের সুস্থতার খোঁজখবর নিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেন এবং তাদের যথাযথ ও দক্ষ চিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন। যদিও বছর শেষ হওয়ার আগে এহেন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের আবহাওয়া বিরাজ করছে।

Leave a Comment