সৌভিক মুখার্জী, কলকাতা: ফের উত্তরাখণ্ডে (Uttarakhand Cloudburst) ভয়ানক রূপ দেখাল প্রকৃতি। গতকাল গভীর রাতেই প্রবল বর্ষণের জেরে চামোলি জেলায় ঘটে যায় ভয়ঙ্কর বিপর্যয়। নিমেষের মধ্যেই পাহাড়ি ঢাল বরাবর নেমে আসে বিশাল জলধারা, এমনকি সঙ্গে পাথর আর কাদামাটিও। এই বিপর্যয়ের জেরে ভেঙে পড়েছে একের পর এক বাড়িঘর। এমনকি নিখোঁজ হয়েছে কমপক্ষে 10 জন।
ধ্বংসস্তূপের নীচে আটকে থাকার আশঙ্কা
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, ভয়ংকর এই মেঘভাঙা বৃষ্টিপাতে নন্দা নগরের অন্তত 6টি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমনকি ভোররাত থেকেই শুরু হওয়া তল্লাশি অভিযানে দুইজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অনেকে ওই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার খবর পাওয়া মাত্রই SDRF, NDRF, PWD দল মোতায়েন করা হয়েছে। বেশ কয়েকটি JCB এবং ভারী কয়েকটি যন্ত্র ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। পাশাপাশি 3টি এম্বুলেন্স এবং মেডিকেল টিমও ঘটনাস্থলে পৌঁছেছে। তবে প্রবল বর্ষণ আর দুর্গম পাহাড়ি রাস্তার কারণে উদ্ধরকার্যে কিছুটা বিলম্ব হয়েছে। এমনকি ভূমিধসের আশঙ্কাও করছে স্থানীয় প্রশাসন।
#WATCH | Uttarakhand | Six buildings were destroyed by debris due to a cloudburst and heavy rain in the Kuntri Lagafali ward of Nandanagar, Chamoli. The Chamoli district administration has intensified relief and rescue operations at the site. Panic gripped the area, fear gripped… pic.twitter.com/s8UC5k76dO
— ANI (@ANI) September 18, 2025
আবহাওয়া দপ্তর কী বলছে?
প্রসঙ্গত, ভারতীয় আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই চামোলি সহ আশেপাশের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। ফলত উদ্ধার কাজ আরও জটিল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, মাত্র চারদিন আগেই দেরাদুনের মেঘভাঙা বৃষ্টিতে অন্তত 13 জনের মৃত্যু হয়েছিল। আর সেই বিপর্যয়ে একাধিক রাস্তা ভেসে যায়, দোকান বাড়ি সব ভেঙে পড়ে। এমনকি দুটি সেতুও ধসে পড়ে। পাশাপাশি তপকেশ্বরের মহাদেব মন্দির চত্বর জল ও কাদায় ভরে গিয়েছিল। এমনকি শিবলিঙ্গও বালিতে ও জলের তলায় ঢেকে যায়। মন্দিরের দেয়ালেও দেখা যায় ফাটল।
আরও পড়ুনঃ সফটওয়্যার আপডেটে এই UPI অ্যাপ থেকে লুট ৪০ কোটি টাকা! আপনার ফোনে আছে?
রাস্তায় রাস্তায় জারি লাল সতর্কবার্তা
উত্তরাখণ্ডে একাধিক মেঘভাঙা বৃষ্টির পর পরিস্থিতি যে কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে তা আঁচ করতে পেরেই উত্তরাখন্ড সরকার ইতিমধ্যেই দেরাদুন, চামোলি, চম্পাওয়াত, উধম সিং নগর সহ একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। ভারী বর্ষণ, ভূমিধস এবং অবকাঠামোগত ক্ষতি ও প্রাণহানির ঝুঁকি আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।