উত্তরাধিকার সূত্রে মিলেছিল জমি, নেই নিজস্ব গাড়ি এবং সোনা, জানেন পার্থের সম্পত্তির পরিমাণ?

Partha Chatterjee Property

প্রীতি পোদ্দার, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হতে হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ইডি এবং সিবিআই মামলায় জামিন পাওয়ার পর গত ১১ নভেম্বর নিজের বেহালার বাড়িতে ফেরেন। দীর্ঘদিন পর বাড়ি ফিরে আবেগে ভাসেন পার্থ। প্রথমদিন দু’দিন প্রকাশ্যে দেখা গিয়েছে তাঁকে। সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। জানা গিয়েছে খুব শীঘ্রই নাকি বিধানসভাতেও আবার দেখা যাবে তাঁকে। কিন্তু জানেন কি দুর্নীতি কাণ্ডে জড়িত এই পার্থের ছিল না কোনও গাড়ি এবং সোনা। অবাক হচ্ছেন? তাহলে জেনে নিন পার্থের সম্পত্তির (Partha Chatterjee Property) হিসাব।

পার্থের আয়ের পরিমাণ অনেক

Myneta.info এর রিপোর্ট মোতাবেক, ২০১৫-১৬ সালে পার্থ চট্টোপাধ্যায়ের আয় ছিল ৮ লক্ষ ৩৭ হাজার ১ টাকা। ধীরে ধীরে তা কমতে দেখা যায়। ২০১৬-১৭-তে আয় কমে হয় ৭ লক্ষ ৩০ হাজার ৭৩৮ টাকা। ২০১৭-১৮ তে সেই সংখ্যা আরও কমে হয় ৬ লক্ষ ৩৩ হাজার ৬১২। এছাড়াও ২০১৮-১৯ সালে আয় গিয়ে ঠেকে ৪ লক্ষ ৭৯ হাজার ৩৫০ হয়। তবে ২০১৯-২০ তে পার্থ চট্টোপাধ্যায়ের আয় সামান্য বেড়ে হয়েছিল ৫ লক্ষ ৩৯ হাজার ৭২০ টাকা। অন্যদিকে ২০১৫-১৬-তে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর আয়ের হিসেবে ৬ লক্ষ ১৭ হাজার ৫১ টাকা নথিভুক্ত করা হয়েছিল। স্থাবর এবং অস্থাবর সম্পত্তিও ছিল বিপুল।

স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ

রিপোর্ট অনুযায়ী, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের নামে কোনও জমি ছিল না। শুধুমাত্র নাকতলায় একটি বাড়ি ছিল। এছাড়াও দেড় কাঠা জমির উপর রয়েছে ২২০০ স্কোয়ার ফুটের একটি বাড়ি, যেই জমি উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে পেয়েছেন তিনি। তবে সেই জমির উপর নির্মিত বাড়ি পার্থ নিজের বেতন ও ব্যাঙ্কের সুদ দিয়েই নির্মাণ করেছিলেন। এদিকে অঢেল ছিল তাঁর অস্থাবর সম্পত্তি। ২০২১-এর হলফনামায় অনুযায়ী জানা গিয়েছে সেই সময় পার্থের হাতে ছিল নগদ ১ লক্ষ ৪৮ হাজার ৬৭৬। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একটি অ্যাকাউন্টে ছিল ২৪ লক্ষ ৮১ হাজার ২ টাকা। আরও একটি ব্রাঞ্চে ছিল ১৫ লক্ষ ১ হাজার ১৬১ টাকা।

আরও পড়ুন: নথি দিতেই হবে! SIR ফর্ম পূরণ না করা মমতাকে নিয়ে বলল কমিশন

অস্থাবর সম্পত্তির নথি অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায়ের আরও তিনটি ব্যাঙ্কে ছিল বিপুল টাকা, কোথাও জমা ছিল ২৩ লক্ষ ৩২ হাজার ৯৩৫ টাকা কোথাও আবার ২২ হাজার ৩৯৪ টাকা তো কোথাও আবার ১ লক্ষ ৮ হাজার ৬৯৫ টাকা। এছাড়াও বেশ কিছু জায়গায় LIC-র বিনিয়োগের কথা উল্লেখ আছে। তবে হলফনামা অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নাকি ছিল না কোনও সোনা এবং গাড়ি। কিন্তু সব মিলিয়ে তাঁর সম্পত্তি ছিল ৯০ লক্ষ ৯৪ হাজার ৮৬৩ টাকা।

Leave a Comment