প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির (Weather Update) জেরে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল রাজ্যবাসীর। কিন্তু বৃষ্টি দুর্যোগ কাটতেই আরও এক সমস্যার মুখোমুখি হতে হল সকলকে। শরতের আকাশে এখন যেখানে মেঘ-রোদের খেলা চলবে এবং স্নিগ্ধ আবহাওয়া থাকবে সেখানে এখন, সূর্যের চোখরাঙানিতে ঘেমে একেবারে প্যাঁচ প্যাঁচ অবস্থা। অন্যদিকে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এমতাবস্থায় আবহাওয়ার এই খামখেয়ালিপনায় রীতিমতো মাথায় হাত পড়েছে সাধারণের।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এইমুহুর্তে অতি গভীর একটি নিম্নচাপ পাকিস্তানের দিকে এগোচ্ছে। পশ্চিম দিকে এগিয়ে তা আগামী ১২ ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা ফের বাংলায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা নাকি কচ্ছ ও দক্ষিণ-পশ্চিম রাজস্থানের অতি গভীর নিম্নচাপের উপর দিয়ে উদয়পুর শিবপুরী সিদ্ধি রাঁচি এবং দিঘা হয়ে পূর্বদিকে এগিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। যার প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী বুধবার পর্যন্ত। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোন সতর্কতা জারি করা হয়নি। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গে আদ্রতা জনিত অস্বস্তির পরিমাণ বাড়তে চলেছে। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে ঢুকতে থাকায় হাঁসফাঁস অবস্থা সকলের। সেক্ষেত্রে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরমের হাত থেকে রেহাই নেই। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। যদিও বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে সপ্তাহান্তে কমবে বৃষ্টিপাত।
আরও পড়ুন: ঠিকাদারি দিয়ে শুরু, আচমকাই রকেট গতিতে উত্থান! কে এই বালি ব্যবসায়ী সৌরভ রায়?
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকলেও উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং,কোচবিহারে ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী শনিবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে।