উত্তর থেকে দক্ষিণ, এয়ারপোর্ট পৌঁছতে গেলে ঠিক কতটা কাজে আসবে কলকাতা মেট্রো?

Kolkata Metro

সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতা এয়ারপোর্টগামী যাত্রীদের নয়া দিগন্ত খুলে গেল। হ্যাঁ, গত শুক্রবার, 22 আগস্ট উদ্বোধন হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো রুটের (Kolkata Metro)। যেমন শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো, নোয়াপাড়া থেকে বারাসাত হয়ে বিমানবন্দর লাইন এবং নিউ গড়িয়া থেকে বিমানবন্দরগামী রুটের রুবি-বেলেঘাটা রুট।

আর এর ফলে শহরের উত্তর অংশ কিংবা দক্ষিণ অংশ, বিভিন্ন প্রান্তের যাত্রীরা এখন খুব সহজেই মেট্রো ধরে সরাসরি বিমানবন্দরে পৌঁছতে পারবে। তবে একটাই প্রশ্ন থেকে যাচ্ছে, বিমান ধরতে চাইলে এই মেট্রো লাইন ঠিক কতটা কাজে আসবে? জানিয়ে দেব আজকের প্রতিবেদনে।

উত্তর থেকে দক্ষিণ লাইনে যাত্রীদের সুবিধা

যারা দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত উত্তর-দক্ষিণ মেট্রো রুটের যাত্রী, তাদের এখন সরাসরি নোয়াপাড়া পর্যন্ত মেট্রো চড়তে হবে। আর সেখান থেকে ট্রেন বদল করে খুব সহজেই বিমানবন্দর পৌঁছনো যাবে। তবে শোনা যাচ্ছে, আগামী দিনে শহীদ ক্ষুদিরাম থেকে বিমানবন্দর পর্যন্ত সরাসরি মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে। আর যদি তা বাস্তবায়িত হয়, তাহলে দক্ষিণ কলকাতার যাত্রীদের জন্য হবে সোনায় সোহাগা।

হাওড়া ও আইটি হাবের যাত্রীদের জন্যও সুখবর

যারা হাওড়া কিংবা সেক্টর ফাইভ-এর মতো এলাকা থেকে মেট্রো ব্যবহার করেন, তাদের প্রথমে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পৌঁছতে হবে। আর সেখান থেকেই সরাসরি ট্রেন বদল করতে হবে। হ্যাঁ, এসপ্ল্যানেড থেকে নোয়াপাড়া হয়ে খুব সহজেই বিমানবন্দরগামী মেট্রো ধরা যাবে।

আরও পড়ুনঃ পুকুর ঝাঁপ, কাদা মাখা অবস্থায় গ্রেফতার! ED-র সামনে বিরাট কেরামতি জীবনকৃষ্ণর

তবে হ্যাঁ, এতসব সুবিধার মাঝেও কিছু সীমাবদ্ধ থেকে যাচ্ছে। প্রথমত, নোয়াপাড়া থেকে বিমানবন্দর লাইনে মেট্রো চলবে শুধুমাত্র সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত। দ্বিতীয়ত শনিবার এবং রবিবার এই রুটের পরিষেবার সম্পূর্ণ বন্ধ থাকবে। অর্থাৎ, ভোরবেলা কিংবা রাতের দিকে ফ্লাইট থাকলে বা সাপ্তাহিক ছুটির দিনে যদি বিমান চড়তে হয়, তাহলে যাত্রীদের বিকল্প পথেই আসতে হবে, মেট্রোর উপর ভরসা করা যাবে না।

Leave a Comment