বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোপনে বাংলাদেশে ঢুকে পড়েছে 3 পাক সেনা অফিসার! উদ্দেশ্য একটাই, ওপারের রোহিঙ্গা জঙ্গিদের সাথে ISI-র আঁতাত তৈরি করা। আপাতত ওপারের গোয়েন্দা সূত্রে এমনটাই খবর। জানা যাচ্ছে, ইউনূসের অন্তর্বর্তী সরকারের সাথে হাত মিলিয়েই নাকি ওপারে ঢুকেছে পাক সেনার 3 অফিসার!
এবার তাঁদের দিয়েই বাংলাদেশের রোহিঙ্গাদের হাত করতে চাইছে পাকিস্তান। সূত্রের খবর, ওপার বাংলার রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলের জঙ্গিদের সাথে ISI-র বোঝাপড়া বাড়াতে ইতিমধ্যেই রোহিঙ্গা অঞ্চলগুলিতে ঢু মেরে এসেছেন পাক অফিসাররা। যদিও পড়শি দেশে পাকিস্তানের গোপন চাল চললেও কপালে চিন্তার ভাঁজ বেড়েছে ভারতের।
বাংলাদেশে বিরাট চাল পাকিস্তানের!
ওপার বাংলার গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তান থেকে আসা ওই 3 সেনা অফিসারের নাম যথাক্রমে নাদিম আহমেদ, মহম্মদ তালাও ও সইদ আহমেদ। জানা যাচ্ছে, কয়েক সপ্তাহ আগেই নাকি তাঁরা নতুন পাসপোর্ট ইস্যু করিয়েছিলেন। আর তারপর থেকেই বাংলাদেশের কক্স বাজারে রামু আর্মি ক্যাম্পে পৌঁছেছিলেন ওই তিন পাক সেনা অফিসার।
খোঁজ নিয়ে জানা গেল, ওই ক্যাম্পের পাশেই রয়েছে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী অধ্যুষিত অঞ্চল। বাংলাদেশের গোয়েন্দাদের দাবি, সেইসব অঞ্চলে গিয়ে রোহিঙ্গা জঙ্গিদের সাথে ISI-র সুসম্পর্ক তৈরি করতেই বাংলাদেশে পা পড়েছে তিন পাক সেনা অফিসারের!
বাংলাদেশে বাঁধতে পারে গৃহযুদ্ধ
শেখ হাসিনার পতনের পরই বাংলাদেশ শাসন করার স্বপ্ন দেখে আসছে, খালেদা জিয়ার দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি ও জামাত। আসলে জামাত চাইছে চিন ও পাকিস্তানের ISI এর সাহায্যে দেশে অশান্তি তৈরি করতে। মূলত সেই ফাঁক দিয়েই এবার বুক ফুলিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে পাকিস্তান।
একাধিক সূত্রের খবর, বাংলাদেশকে কাজে লাগিয়ে উত্তর-পূর্ব ভারতে গোপন হামলা চালানোর ছক কষছে পাকিস্তান। তবে সেসবের আগে বাংলাদেশে বাঁধতে পারে গৃহযুদ্ধ। কেননা, দিল্লির সাথে ঢাকার খারাপ সম্পর্ককে কাজে লাগিয়ে এবার বাংলাদেশের শরণার্থী রোহিঙ্গাদের নাকি অস্ত্রশস্ত্র দিয়ে শিখিয়ে পড়িয়ে নিচ্ছে পাকিস্তান।
অবশ্যই পড়ুন: ‘সিন্ধু নদীতে হয় আমাদের জল বইবে, নয় ওদের রক্ত!’ বিরাট হুঁশিয়ারি পাকিস্তানের
সূত্র বলছে, উত্তর-পূর্ব ভারতে হামলা চালাতে বাংলাদেশের এই রোহিঙ্গা জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে ইসলামাবাদ। তবে বিশেষজ্ঞদের দাবি, পাকিস্তানের তরফে অস্ত্র পেয়ে ওপার বাংলার রোহিঙ্গারা সবার প্রথমে বাংলাদেশের বুকেই আঘাত হানবে! কাজেই, সেই সম্ভাবনা যদি সত্যি হয় তবে বালুচিস্তানের মতো গৃহযুদ্ধের চিত্র ধরা পড়বে বাংলাদেশেও!