উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা! বাড়িতে জুয়ার আসর বসিয়ে গ্রেফতার তৃণমূলের অঞ্চল সভাপতি সহ ৮

প্রীতি পোদ্দার, কলকাতা: জুয়ার আসর বসল এবার তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে! ঘটনা জানাজানি হতেই রাতারাতি পুলিশের হাতে গ্রেফতার আঞ্চলিক সভাপতি সহ আরও ৮ জন। ঘটনাটি ঘটেছে বহরমপুরের মণীন্দ্রনগর এলাকায়। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

ঘটনাটি কী?

রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ সোমবার রাতে মণীন্দ্রনগরের অঞ্চলের সভাপতি বলাই দত্তের বাড়িতেই নাকি বসেছিল জুয়ার আসর। কয়েকজন তৃণমূল কর্মী সেই জুয়ার ঠেকেই ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বানজেটিয়ায় বলাইয়ের বাড়িতে হানা দেয়। এদিকে পুলিশ হানা দিতেই অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সম্পূর্ণ ব্যর্থ হন তাঁরা। সঙ্গে সঙ্গে বলাই দত্ত সহ ৮ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিরোধীদের ক্ষোভ প্রকাশ

বহরমপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই জুয়ার আসর থেকে নগদ দু-লক্ষ টাকাও উদ্ধার করা হয়েছে। অভিযোগ, বানজেটিয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে প্রায়ই জুয়ার আসর। বিরোধীদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা সামনে এসেছে। এ ব্যাপারে জানতে বহরমপুর বিধানসভার দায়িত্বে থাকা তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তবে দিন কয়েক আগে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী দাবি করেছেন যে ” তৃণমূল একটি মাফিয়া দল।”

আরও পড়ুন: সমাবেশ শেষে ঘণ্টাখানেকেই ঝকঝকে রাজপথ! উধাও আবর্জনার স্তূপ, বিরাট উদ্যোগ KMC-র

উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরেই বহরমপুরের মণীন্দ্রনগরে একের পর এক সমাজ বিরোধী কাজ হয়ে চলেছে। কয়েকদিন আগেই বহরমপুর পুরসভার দুটি ওয়ার্ড থেকে শিশু যৌন নির্যাতনের অভিযোগ উঠে এসেছিল। যদিও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। আর এই অবস্থায় শাসকদলের অঞ্চল সভাপতির বাড়িতে এই ঘটনায় এলাকায় রীতিমত বিক্ষুব্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে একের পর এক।

Leave a Comment