উন্নত ফিচার্স, নয়া অবতারে ফিরছে Maruti Suzuki Ertiga

Maruti Suzuki Ertiga

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের বাজারে সবথেকে বেশি বিক্রি হওয়া 7-সিটার গাড়ির তালিকায় তকমা পেল Maruti Suzuki Ertiga। হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকের চাহিদা মেটাতে মারুতির জুরিমেলা ভার। একের পর এক মডেল নিয়ে তারা বাজারে আসে। তবে এবার সেই পালাবদল দেখা গেল Ertiga-তে। নতুন ফিচার্স, বাড়তি আরাম, আর সুরক্ষা ব্যবস্থা জোরদার করে তারা এবার হাজির হয়েছে 2025-এর সংস্করণ নিয়ে। 

কী কী বদল আসলো এক্সটেরিয়রে?

উল্লেখ্য, নতুন Ertiga-এর দৈর্ঘ্য এবার 40 মিলিমিটার বাড়িয়ে রাখা হয়েছে 4435 মিলিমিটার। সঙ্গে যোগ হয়েছে এক্সটেন্ডেড রুফ মাউন্টেড রিয়ার স্পয়লার, যা গাড়ির লুককে আরো স্পোর্টি ও ডায়নামিক ছাপ দিয়েছে। এদিকে নতুন টেইলগেট, কোয়ার্টার প্যানেল ও টেলল্যাম্প ডিজাইন যুক্ত হওয়ায় পিছনের লুকেও এসেছে বিরাট পরিবর্তন।

কেবিনে নতুন কী পরিবর্তন আনা হল?

এদিকে গাড়ির ভিতরের যাত্রীদের আরাম বাড়াতে এবার বিশেষ জোর দিয়েছে কোম্পানি। হ্যাঁ, সেকেন্ড রো-তে সেন্টার কনসোলের নীচে নতুন এয়ারকন্ডিশন ভেন্ট যুক্ত হয়েছে। পাশাপাশি থার্ড রো-তে যাত্রীদের জন্য আলাদা এসি ভেন্ট ও ফ্যান স্পিড কন্ট্রোল যুক্ত করা হয়েছে। এদিকে দ্বিতীয় ও তৃতীয় সারির যাত্রীদের জন্য রাখা হয়েছে টাইপ-সি চার্জিং পোর্ট, যা আগের মডেলগুলোতে ছিল না। 

পাশাপাশি টপ মডেলে পাওয়া যাবে PM 2.5 এয়ারফিল্টার। সেফটির দিক থেকে সমস্ত ভেরিয়েন্টেই এখন ছয়টি এয়ারব্যাগ এবং প্রত্যেকটি সিটে 3-পয়েন্ট সিটবেল্ট দেওয়া হয়েছে। এমনকি টপ মডেলে যুক্ত করা হয়েছে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, আর দ্বিতীয় সারির মাঝের আসনেও একটি হেডরেস্ট দেওয়া থাকছে। উল্লেখ্য, আগের মতোই 7 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট দেওয়া থাকছে। 

আরও পড়ুনঃ ট্রাফিক চালান মকুব! ১৩ সেপ্টেম্বর মাত্র কয়েকটা কাগজ জমা দিলেই হবে মামলা নিষ্পত্তি

ইঞ্জিন ও পারফরম্যান্স

2025-এর Ertiga-তে এই নতুন মডেল আগের মতোই 1.5 লিটার K15C স্মার্ট হাইব্রিড ইঞ্জিন থাকছে, যা 103 PS পাওয়ার এবং 139 Nm টর্ক উৎপন্ন করতে পারবে। আর এই গাড়ির সঙ্গে থাকবে 5-স্পিড ম্যানুয়াল এবং 6-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন গিয়ারবক্স। উল্লেখ্য, সিএনজি ভেরিয়েন্টে গাড়িটি 87 PS পাওয়ার এবং 121.5 Nm টর্ক উৎপন্ন করতে পারবে।

যেহেতু 2025-এর সংস্করণে আরো লম্বা বডি, আপডেটেড সুরক্ষা ব্যবস্থা আর প্রতিটি যাত্রীর জন্য এবার আরামদায়ক ফিচার্স যুক্ত করা হয়েছে, তাই সব মিলিয়ে এই মডেল আরও শক্তিশালী হয়ে রাস্তায় নামতে প্রস্তুত। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।

Leave a Comment