সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি নতুন কোনও গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। কারণ, Honda এবার তাদের পোর্টফোলিও আপডেট করেছে, আর সবথেকে জনপ্রিয় SUV Elevate-এর একটি নতুন সংস্করণ (Honda SUV) লঞ্চ করেছে। হ্যাঁ, নতুন এই মডেলটি হল Honda Elevate ADV Edition, যা পুরনো সংস্করণের তুলনায় আরও স্টাইলিশ। সবথেকে বড় ব্যাপার, মিড রেঞ্জের মধ্যেই এই মডেলের দাম এবং এমন কিছু ফিচার দেওয়া রয়েছে, যা সত্যিই নজর কাড়বে।
এক্সটেরিয়র লুকে বিরাট পরিবর্তন
বেশ কয়েকটি সীমিত সংস্করণ লঞ্চের পরেই Honda Elevate ADV Edition সংস্করণটি এবার বাজারে এসেছে। তবে এর এক্সটেরিয়ারে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে, যা এটিকে স্পোর্টি লুক দিছে। হ্যাঁ, কমলা রঙের ছোঁয়াসহ নতুন ডিজাইনের গ্রিল দেওয়া হয়েছে, যা সামনের অংশকে আরও সুন্দর করে তুলছে। এমনকি গাড়িটিতে কালো রঙের ছাদের রিল, কমলা রঙের অ্যালয় হইল রয়েছে। পাশাপাশি বনেট এবং ফগ ল্যাম্প এরিয়া সহ পুরো বডিজুড়ে কমলা রঙের ডিটেইলিং করা হয়েছে, যা এটিকে আরও স্পোর্টি লুক দিচ্ছে।
এদিকে গাড়িটির ইন্টেরিয়রেও আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। কারণ, এবার সম্পূর্ণ কালো লে-আউট দেওয়া হয়েছে ভিতরে। পাশাপাশি সিট, দরজার প্যাড এবং গিয়ার লিভারে কমলা পুডিং করা হয়েছে। আর ড্যাশবোর্ডে একটি অটোমেটিক ADV টেরেন প্যাটার্ন দেওয়া হয়েছে, যা রাতের বেলায় ক্যাবিনেটটিকে আরও সেরা লুক দিচ্ছে।
ইঞ্জিন কী রয়েছে?
বলাবাহুল্য, Honda Elevate-এর ADV সংস্করণে শুধুমাত্র বাইরের এবং ভেতরের দিকেই পরিবর্তন আনা হয়েছে। ইঞ্জিনে সেরকম কোনও পরিবর্তন আনা হয়নি। এই গাড়িতে রয়েছে হোন্ডার 1.5 লিটারের একটি i-VTEC চার-সিলিন্ডার ইঞ্জিন, যা পেট্রোল দিয়েই চলে এবং এই ইঞ্জিনটি সর্বোচ্চ 121 PS শক্তি এবং 145 Nm টর্ক উৎপন্ন করতে পারবে। পাশাপাশি 6-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স দেওয়া রয়েছে গাড়িটিতে।
তবে সবথেকে বড় ব্যাপার, হোন্ডার এই নতুন গাড়িতে কোম্পানি নিরাপত্তার দিকে একটু বেশি জোর দিয়েছে। কারণ, ADAS স্যুট যোগ করা হয়েছে গাড়িটিতে, যার মধ্যে অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, লেন-কিপিং অ্যাসিস্ট ও এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া রয়েছে। পাশাপাশি থাকছে একটি 360 ডিগ্রি ক্যামেরা, লেনওয়াচ সাইড ক্যামেরা আর ছয়টি এয়ারব্যাগের মতো সেফটি ফিচার্স।
আরও পড়ুনঃ শুরুতেই বেতন ৫৬,১০০! পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ডে ৪০৩ শূন্যপদে নিয়োগ
দাম কত এই মডেলের?
দিল্লিতে বর্তমানে এই গাড়িটি লঞ্চ করা হয়েছে, যার এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে মাত্র 15.29 লক্ষ টাকা থেকে। আর এর টপ ভেরিয়েন্টের দাম 16.66 লক্ষ টাকা। বলা যাচ্ছে, নতুন মডেলটিতে তিন বছরের ওয়ারেন্টি এবং 10 বছরের জন্য যে কোনও সময় ওয়ারেন্টি সাপোর্ট পাওয়া যাবে। তাই মিড রেঞ্জের মধ্যে যদি কোনও SUV কিনতে চান, তাহলে এটিই হতে পারে সেরা বিকল্প।