সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেটের মধ্যে ভালো কোনও স্মার্টফোন কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। কারণ এবার টেকনো বাজারে আনল POVA 7 5G (Tecno POVA 7 5G), যেখানে কম দামেই মিলছে শক্তিশালী পারফরম্যান্স, আধুনিক এআই ফিচার আর বিশাল ব্যাটারি ব্যাকআপ। হ্যাঁ, মাত্র 14,999 টাকার এই ফোনটিতে একাধিক সব ফিচার্স যুক্ত করা হয়েছে, যা দামি দামি ফোনেও দেখা যায় না। তো চলুন জেনে নেওয়া যাক, এই ফোনের সমস্ত ফিচার্স সম্পর্কে।
ডিসপ্লে এবং ডিজাইন
এই ফোনটিতে একটি 6.78 ইঞ্চির বিশাল FHD+ LCD ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 2460×1080 পিক্সেল এবং রিফ্রেশ রেট 144Hz। এই ডিসপ্লটির ব্রাইটনেস 900 নিটস পর্যন্ত। ফলে রোদের মধ্যেও স্পষ্টভাবে সব দেখা যাবে। ফোনটির ডান দিকের পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ভলিউম বাটন রয়েছে এবং বামদিকে থাকবে হাইব্রিড ডুয়াল সিম স্লট।
নীচের দিকে প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং লাউডস্পিকার গ্রিল রয়েছে। আর উপরে সেকেন্ডারি মাইক্রোফোন ও স্পিকার ভেন্ট থাকছে। এই ফোনটির ওজন 207 গ্রাম হওয়ায় একটু ভারী লাগতে পারে। তবে ব্যাক প্যানেলে ডেল্টা ডিজাইন রয়েছে। তাই স্ক্র্যাচের সম্ভাবনা থাকায় কভার ব্যবহার করা সবথেকে ভালো। সবথেকে বড় ব্যাপার, ধুলো ও জলের ছিটা থেকে সুরক্ষা দেওয়ার জন্য ফোনটিতে IP64 রেটিং দেওয়া রয়েছে।
ক্যামেরা পারফরম্যান্স
এই ফোনটি ক্যামেরার দিক থেকেও চমক দিচ্ছে। কারণ এই ফোনটিতে রয়েছে 50MP রেয়ার ক্যামেরা ও 13MP ফ্রন্ট ক্যামেরা। ফলে নর্মাল মোডে ছবি ঠিকঠাকই উঠবে। তবে সুপার নাইট মোড দিয়ে ছবি তুললে কিছুটা উজ্জ্বল হবে। এদিকে ফ্রন্ট ক্যামেরা ডে লাইটে ভালো সেলফি দেবে এবং ভিডিও রেকর্ডিং-এর জন্য রেয়ার ও ফ্রন্ট ক্যামেরা সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত সাপোর্ট নেবে।
প্রসেসর ও পারফরম্যান্স
এই ফোনটি MediaTek Dimensity 7300 Ultimate প্রসেসরের উপরেই চলবে। ফলে গেমিং থেকে শুরু করে দৈনন্দিন ভারী কাজ স্মুথ পারফরম্যান্সের মাধ্যমে হবে। সফটওয়্যার বলতে গেলে Android 15 ভিত্তিক HiOS 15 ভার্সনের উপরেই এই ফোনটি চলবে।
AI ফিচার
তবে এই ফোনটি সবথেকে বেশি চমক দিচ্ছে এর AI ফিচারে। হ্যাঁ, এই ফোনটিতে রয়েছে Ella AI Chatbot, যা হিন্দি সহ একাধিক ভাষা সাপোর্ট নেবে। সাথে থাকছে AI Call Assistant, যা রিয়েল টাইম ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন ও কল সামরির সুবিধা দেবে। পাশাপাশি অন্য AI টুল হিসেবে রাইটিং অ্যাসিস্ট্যান্ট, ওয়ালপেপার জেনারেটর, সবই রয়েছে।
আরও পড়ুনঃ গ্রাহকদের ৫০ লক্ষ টাকা আত্মসাৎ! অবশেষে গ্রেপ্তার ডেবরা পোস্ট অফিসের সেই পিওন
ব্যাটারি ও চার্জিং
এই ফোনটিতে থাকছে 6000mAh-এর একটি বিশাল ব্যাটারি, যা একবার চার্জ দিলেই 1 থেকে 1.5 দিন আরামসে ব্যবহার করা যাবে। সাথে থাকছে 45W ফাস্ট চার্জার, অর্থাৎ প্রায় 1 ঘন্টাতেই ফুল চার্জ হয়ে যাবে। 15 হাজার টাকার মধ্যে এতো ভালো ব্যাটারি, ভালো ক্যামেরা আর AI ফিচার যুক্ত ফোন সত্যিই কল্পনাই করা যায় না। তাই বাজেটের মধ্যে কোনো সেরা পারফরম্যান্সের ফোন কিনতে চাইলে অবশ্যই এই ফোনটিকে ভেবে দেখতে পারেন।