বিক্রম ব্যানার্জী, কলকাতা: জমজমাটি উদ্বোধনী অনুষ্ঠানের হাত ধরে শুরু হয়েছে এবারের এশিয়া কাপ। তবে বহু প্রতীক্ষিত টুর্নামেন্টের দরজা খুলে গেলেও ক্রিকেটপ্রেমীদের পাখির চোখ আগামী 14 সেপ্টেম্বরের ভারত বনাম পাকিস্তান ম্যাচে। আর হবে নাই বা কেন, পহেলগাঁও জঙ্গি হামলার পর দীর্ঘ বাকবিতণ্ডার মধ্যে দিয়ে প্রথমবারের মতো একে অপরের মুখ দেখবে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এদিকে ম্যাচের আগেই দুবাইয়ে ধরা পরল ভিন্ন চিত্র। শোনা যাচ্ছে, ভারত-পাক ম্যাচ নিয়ে নাকি দুবাইয়ে কোনও উন্মাদনাই নেই! শুধু তাই নয়, এখনও বিক্রি হয়নি হাই ভোল্টেজ ম্যাচের (India Vs Pakistan Asia Cup 2025) বহু টিকিট। কিন্তু কেন হল এমন?
কেন বিক্রি হচ্ছে না ভারত-পাক এশিয়া কাপ ম্যাচের টিকিট?
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তে, চলতি বছর এশিয়া কাপের গ্রুপ এ অর্থাৎ ভারত, পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহীর ম্যাচের টিকিটের প্রাথমিক মূল্য ধরা হয়েছে 475 দিরহাম, ভারতীয় মুদ্রায় যা 11 হাজার টাকা। যদিও এই মূল্য সর্বনিম্ন। প্যাকেজ 1 এ অন্তর্ভুক্ত গ্রুপ এ দলগুলির ম্যাচের প্লাটিনাম পর্যায়ের টিকিটের দাম 75 হাজার টাকা। এখানেই শেষ নয়, স্কাই বক্স টিকিটের মূল্য প্রায় 1.5 লক্ষ টাকা। এছাড়াও দ্য রয়্যাল বক্সের টিকিটের মূল্য 2.3 লক্ষ এবং সবচেয়ে দামি অর্থাৎ ভিআইপি টিকিটের দাম আড়াই লক্ষ টাকা।
বলে রাখা ভাল, সব পর্যায়ের টিকিটেই সর্বোচ্চ দুজন করে এশিয়া কাপের ম্যাচ দেখতে পারবেন। এছাড়াও ভিআইপি স্যুটস পর্যায়ের আড়াই লক্ষের টিকিটে খাবার থেকে শুরু করে ব্যক্তিগত বিশ্রাম এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও থাকছে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, আসলে এশিয়া কাপ ম্যাচের টিকিটের গলা কাটা দামের কারণে টিকিট কেনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রিকেট প্রেমীরা। একই অবস্থা হয়েছে ভারত বনাম পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের টিকিটের ক্ষেত্রেও। তাছাড়াও সুপার ফোরে উঠলে ভারত এবং পাকিস্তান এই দুই দলের ম্যাচ বেশ কয়েকবার দেখা যাবে। তাই আলাদা করে অতিরিক্ত অর্থ খরচ করতে রাজি নন দর্শকরা।
অবশ্যই পড়ুন: হাইকোর্টে জ্যোতিপ্রিয়দের জামিনের খারিজ আবেদন! রেশন দুর্নীতি মামলায় নয়া চাল ED-র
প্রসঙ্গত, আন্তর্জাতিক মঞ্চে ভারত বনাম পাকিস্তান দুই চির প্রতিদ্বন্ধী দলের ম্যাচ নিয়ে যেখানে উন্মাদনার শেষ থাকে না, সেই পর্বে দাঁড়িয়ে এশিয়া কাপে এই দুই দলের ম্যাচের টিকিট বিক্রি না হওয়ায় কিছুটা হতাশ উদ্যোক্তাদের একটা বড় অংশ। তবে অনেকেই পরামর্শ দিচ্ছেন, 14 তারিখের ম্যাচের আগে টিকিট মূল্য কমিয়ে দিলেই স্টেডিয়াম ভরবে দর্শকে। তবে সেই পরামর্শে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কান দেবে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।