কৌশিক দত্ত, নয়া দিল্লিঃ প্রত্যাশামতই ফল হল উপরাষ্ট্রপতি নির্বাচনের (Vice President Election Result)। ৪৫২ ভোট পেয়ে জয়ী হলেন NDA-র পদপ্রার্থী সি পি রাধাকৃষ্ণণ। উনিই এখন দেশের ১৫তম রাষ্ট্রপতি হতে চলেছে। অন্যদিকে I.N.D.I.A জোটের পদপ্রার্থী তথা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডি মাত্র ৩০০ ভোট পান। এর থেকে এটাই স্পষ্ট হয়েছে যে, বিপক্ষ শিবির ঠিক যতগুলো ভোটের দাবি করেছিল, তাঁর থেকে কম ভোট পেয়েছেন তাঁদের প্রার্থী। জানা যাচ্ছে যে, আগামী ১২ সেপ্টেম্বর সি পি রাধাকৃষ্ণণ উপরাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করতে পারেন।
উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং
উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং নিয়ে চরম চর্চা চলছে। কংগ্রেস মহাসচিব মল্লিকার্জুন খড়গে আগে দাবি করেছিলেন যে, তাঁদের প্রার্থী কমপক্ষে ৩১৫ ভোট পাবেনই পাবেন। কিন্তু বাস্তবে দেখা গেল যে, বিরোধী শিবিরের ১৪ থেকে ১৫ ভোট NDA-র প্রার্থীর ঝুলিতে চলে গিয়েছে।
বিহার বিধানসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে ফাটল!
এই ক্রস ভোটিংয়ের কারণে বিরোধী দলে ভাঙন স্পষ্টতই লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বিহারের বিধানসভা নির্বাচনের আগে এমন কীর্তি বিরোধী শিবিরে আশঙ্কার মেঘ ঘনিয়ে আনছে।
উপরাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার পিসি মোদী জানান, নির্বাচনে মোট ৭৬৭ সাংসদ ভোট দিয়েছেন। এদের মধ্যে ১৫ জনার ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে। কাগজের হিসেবে NDA-র ৪২৭ সাংসদের সমর্থন ও YSRCP-র ১১ সাংসদ সিপি রাধাকৃষ্ণণ-র সমর্থনে ভোট দিয়েছে। কিন্তু গণনায় রাধাকৃষ্ণণ ১৪ ভোট বেশি পান।
১৩ সাংসদ দেননি ভোট
আর এই ক্রস ভোটিংয়ের পর জল্পনা উঠেছে যে, বিজু জনতা দল, ভারতীয় রাষ্ট্র সমিতি, শিরোমণি আকালি দল আর নির্দলীয়সহ ১৩ জন সাংসদ নির্বাচনের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন।