সহেলি মিত্র, কলকাতাঃ একদম দোরগোড়ায় এসে হাজির হয়েছে দুর্গাপুজো। আর সেই সময়ে কলকাতা থেকে জলপাইগুড়ি যাওয়ার নতুন ট্রেনের (Kolkata NJP Train) ঘোষণা করল পূর্ব রেল। আসন্ন এই উৎসবকে ঘিরে সকলের মধ্যে এক আলাদাই ভালো লাগা কাজ করছে স্বাভাবিকভাবেই। অনেকেই কত কী প্ল্যান করে রেখেছেন। এই পুজো এলেই আসলে দুই শ্রেণীর মানুষ দেখা যায়। এক যারা কিনা পুজোর সময়ে নিজের বাড়িতে থেকে প্যান্ডেল হপিং করতে ভালোবাসেন, আর দুই নম্বর হল যারা পুজোর সময় এই ভিড়, কোলাহল থেকে মুক্তি পেতে বাইরে কোথাও ঘুরতে চলে যান। আপনিও কি এই পুজোর সময়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? পাহাড় যাবেন বলে ভাবছেন অথচ টিকিট পাচ্ছেন না? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। পুজো স্পেশাল ট্রেন দিল রেল।
পুজো স্পেশাল ট্রেন দিল পূর্ব রেল
রেলের তরফে জানানো হয়েছে, আসন্ন দুর্গাপুজো, দীপাবলি এবং ছট পুজোর সময়ে ট্রেনগুলিতে অতিরিক্ত ভিড় সামাল দিতে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে স্পেশাল ট্রেন দেওয়া হল। না তবে এই ট্রেনটি কিন্তু হাওড়া বা শিয়ালদা থেকে ছাড়বে না। ট্রেন নম্বর ০৩১২৯/০৩১৩০ কলকাতা-নিউ জলপাইগুড়ি-কলকাতা স্পেশাল ট্রেন চালানো হবে। এটি সাপ্তাহিক ট্রেন হবে। অর্থাৎ এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছাড়বে।
ট্রেনের সময়সূচি
এবার চলুন জেনে নেওয়া যাক ট্রেনটির সময়সূচি এবং কবে কবে ছাড়বে সম্পর্কে। ট্রেনটি প্রতি রবিবার রাত ২৩:৪০ মিনিট নাগাদ কলকাতা স্টেশন ছেড়ে যাবে। এরপর সেটি সোমবার স্পকাল ১০:৪৫ নাগাদ এনজেপি স্টেশনে ঢুকবে। এরপর ফিরতি পথে ট্রেনটি এনজেপি থেকে সোমবার দুপুর ১২:৪৫ মিনিট নাগাদ ছেড়ে যাবে এবং কলকাতা স্টেশন ঢুকবে মঙ্গলবার রাত ০০:৪০ মিনিট নাগাদ। এই স্পেশাল ট্রেনটি যাত্রাপথে উভয় অভিমুখে ব্যান্ডেল, নৈহাটি, নবদ্বীপ ধাম, কাটোয়া, জঙ্গিপুর রোড, বারসোই, মালদা, কিষাণগঞ্জ এবং আলুয়াবাড়ি রোডের মতো স্টেশনে থামবে।
কবে ছাড়বে স্পেশাল ট্রেনটি?
এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ২৮ সেপ্টেম্বর, ৫ অক্টোবর, ১২ অক্টোবর, ১৯ অক্টোবর, ২৬ অক্টোবর, ২ নভেম্বর, ৯ নভেম্বর, ১৬ নভেম্বর, ২৩ নভেম্বর এবং ৩০ নভেম্বর ছাড়বে। অন্যদিকে এনজেপি স্টেশন থেকে ট্রেনটি প্রতি সোমবার ২৯ সেপ্টেম্বর, ৬ অক্টোবর, ১৩ অক্টোবর, ২০ অক্টোবর, ২৭ অক্টোবর, ৩ নভেম্বর, ১০ নভেম্বর, ১৭ নভেম্বর, ২৪ নভেম্বর এবং ১ ডিসেম্বর ছাড়বে।
আরও পড়ুনঃ DA মামলা নিয়ে সুখবর শোনাল সুপ্রিম কোর্ট, জয় হবে সরকারি কর্মীদের?
এবার আসা যাক ট্রেনটির গঠন সম্পর্কে। জানা গিয়েছে, এই বিশেষ ট্রেনটিতে এসি ৩টিয়ার কামরা ৪টি, ১০টি স্লিপার কামরা, ৬টি সাধারণ কামরা এবং ২টি এসএলআরডি, অর্থাৎ সব মিলিয়ে মোট ২২টি কোচ থাকবে।