ঊর্ধ্বগতির বাজারেও ৩৭ হাজার টাকা ভরি বিকোচ্ছে সোনা, কোথায় জানেন?

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: উৎসবের মরশুমের আগে সোনার বাজারে যেন একেবারে আগুন। একেবারে এক লক্ষ টাকা ছুই ছুঁই হলুদ ধাতুর বাজার দর (Gold Price)। তবে এর মধ্যেই আসলো বিরাট সুখবর। মাত্র 37 হাজার টাকা ভরিতে নাকি সোনা বিকোচ্ছে! কিন্তু কোথায় এবং কীভাবে? জানতে হলে চোখ রাখুন প্রতিবেদনটির উপর।

জুনে বিরাট ধাক্কা

লাগাতার দর বৃদ্ধির কারণে চলতি বছরের জুন মাসে সোনার বিক্রি প্রায় 60 শতাংশ তলানিতে ঠেকেছিল। আর এই ঘটনায় কেন্দ্র সরকার আশঙ্কা করছিল যে সামনের দিনগুলিতে হয়তো সোনার বাজারে আরও বড়সড় ধ্বস নামতে পারে। সে কারণেই ক্রেতাদের সোনার প্রতি আকৃষ্ট করতে এবার সরকারের পক্ষ থেকে বিরাট পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারের নতুন উদ্যোগ

জানা যাচ্ছে, চলতি জুলাই মাস থেকে কেন্দ্র সরকার নতুন নিয়ম চালু করেছে। হ্যাঁ, এখন থেকে 9 ক্যারেট সোনাও হলমার্কের আওতায় আসবে। জানা যাচ্ছে, এই 9 ক্যারেট সোনায় 37.5 শতাংশ খাঁটি সোনা থাকবে। আর বাকি অংশ অন্যান্য ধাতু মেশানো থাকবে। ফলে দামও তুলনামূলকভাবে অনেকটাই কম হবে।

এখনকার দিনে দাঁড়িয়ে যেখানে 24 ক্যারেট সোনা প্রায় লাখ টাকার পৌঁছে গিয়েছে, সেখানে 9 ক্যারেট সোনার দাম দাঁড়াবে মাত্র 37 হাজার টাকার মধ্যে। আর এর ফলে 22 ক্যারেট সোনা কেনার সামর্থ্য যারা রাখে না, তাদের কাছে এই 9 ক্যারেট সোনা হতে পারে সব থেকে বড় হাতিয়ার।

আরও পড়ুনঃ বাংলা সিনেমায় প্রথম ‘আই লাভ ইউ’ বলেছিলেন তিনিই! কেমন ছিল জয় ব্যানার্জির অভিনয় জীবন?

সতর্কবার্তা

তবে যতই কম দামে সোনা পান না কেন, গয়না কেনার আগে অবশ্যই তার হলমার্ক চিহ্ন এবং HUID নম্বর দেখে নেবেন। কারণ এগুলি ছাড়া সোনা কেনা ঝুঁকিপূর্ণ হতে পারে। আর আমরা শুধুমাত্র তথ্য দিয়েই থাকি। India Hood বাংলা কোনোভাবে বিনিয়োগ কিংবা সোনা কেনার পরামর্শ দেয় না। মনে রাখবেন, সোনা বা যেকোনো বিনিয়োগেই ঝুঁকি থাকে। তাই নিজের পরিস্থিতি আর বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেবেন।

Leave a Comment