এইট পাশ যুবকদের মাসে ১৫০০ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, এভাবে করুন আবেদন

Yuvasree Prakalpa 2025

সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা অথচ হাতে টাকা নেই? তাহলে আপনার জন্য রইল আজকের এই আর্টিকেলটির। আজ আপনাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফে লঞ্চ করা এমন এক প্রকল্প সম্পর্কে তথ্য দেব যেখানে আবেদন করলে আপনিও ভালো অঙ্কের টাকা চোখে দেখতে পাবেন। আজ কথা হবার যুবশ্রী প্রকল্প (Yuvasree Prakalpa 2025) নিয়ে। এই প্রকল্প সম্পর্কে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

বেকারদের ১৫০০ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই যুবশ্রী প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের আওতায়, রাজ্য সরকারের লক্ষ্য ১,০০,০০০ বেকার যুবক-যুবতীকে প্রতি মাসে ১,৫০০ টাকা বেকারত্ব ভাতা প্রদান করা। রাজ্য শ্রম বিভাগ কমপক্ষে অষ্টম শ্রেণি পাস যুবকদের এই টাকা দেবে।  অনেকেই হয়তো জানেন না যে ২০১৩ সালে লঞ্চ হওয়ার সময়ে প্রকল্পটির নাম ছিল যুব উৎসাহ প্রকল্প ২০১৩। পরবর্তীতে নাম পরিবর্তন করা হয়। যার নতুন নামকরণ হয় যুবশ্রী প্রকল্প।

প্রকল্পের যোগ্যতা কী?

সুবিধাভোগীদের ১৮ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে হতে হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হবে। আবেদকারী প্রত্যেকের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকা আবশ্যিক। এখানে জানিয়ে রাখি, আবেদনকারী অন্যকোনও সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে যুবশ্রী প্রকল্পের সুবিধা পাবেন না। মূলত যুবসমাজকে আর্থিকভাবে সহায়তা করতে যুবশ্রী প্রকল্পের রূপায়ন।

কী কী করতে হবে আবেদনকারীকে?

যে মাস থেকে অনুদান দেওয়া শুরু হবে তার পরের ৬ মাস অন্তর একটি করে সেল্ফ ডিক্লেয়ারেশন সার্টিফিকেট জমা দিতে হবে। ওই সার্টিফিকেটে উল্লেখ করতে হবে কোন কোন বিষয় শেখার জন্য অনুদান থেকে প্রাপ্ত টাকা ব্যায় করা হয়েছে। এবং তার সঙ্গে যাবতীয় ডকুমেন্ট জমা করতে হবে। এবং দ্বিতীয়ত চাকরি পেয়েছেন কিনা, অথবা অনুদান পাওয়ার জন্য যে যে নিয়ম মেনে চলা প্রয়োজন সেই সব নিয়ম মেনে চলছেন কিনা সেবিষয়েও তথ্য দিতে হবে।

আবেদনের সময় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ইনকাম সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিলেট, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের শংসাপত্র নিজের কাছে রাখতে হবে। যাঁরা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন তাঁরা অষ্টম শ্রেণি পাশ করার সার্টিফিকেট সঙ্গে রাখবেন।

কীভাবে আবেদন করবেন?

১)অফিসিয়াল ওয়েবসাইট https://employmentbankwb.gov.in এন্ট্রি করুন।

২) এরপর “New Enrollment Job Seeker” অপশনে ক্লিক করে নিজের নাম, ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

৩) রেজিস্ট্রেশন সম্পন্ন হলে Employment Exchange থেকে একটি কার্ড পাবেন। এই কার্ড ছাড়া আবেদন করা যাবে না।

৪) রেজিস্ট্রেশনের পর “Apply for Yuvashree” অপশন বেছে নিয়ে আবেদনপত্র পূরণ করুন।

৫) সব প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে নির্ধারিত ফরম্যাটে আপলোড করুন।

৬) সব তথ্য যাচাই করে আবেদন সাবমিট করুন। সাবমিশনের পর একটি অ্যাকনলেজমেন্ট নম্বর পাবেন—এটি ভবিষ্যতের জন্য নিজের কাছে সংরক্ষণ করুন।

Leave a Comment