সৌভিক মুখার্জী, কলকাতা: সাধারণ মানুষের কথা ভেবে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু করে রেখেছে। ঠিক তেমনই উত্তরপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী যুব উদ্যমী বিকাশ অভিযান প্রকল্পে (MYUVA Scheme) এবার মিলছে ৫ লক্ষ টাকা পর্যন্ত সুদ ছাড়া লোনের সুবিধা। হ্যাঁ, এই প্রকল্পে নিজস্ব উদ্যোগে ব্যবসা শুরু করতে আর্থিক সহায়তা করা হয়। তাই আপনি যদি এই প্রকল্পের জন্য যোগ্য হন, তাহলে সুদ ছাড়া লোন নিয়ে ব্যবসায়িক দিক থেকে আরও একধাপ এগিয়ে যেতে পারেন। কিন্তু কী কী যোগ্যতা লাগে আর কীভাবে আবেদন করবেন? বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।
মুখ্যমন্ত্রী যুব উদ্যমী বিকাশ যোজনা প্রকল্পের মূল উদ্দেশ্য কী?
উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে চালু করা এই প্রকল্পের উদ্দেশ্য হল যুব নেতৃত্বাধীন স্টার্টাপ এবং ছোট ব্যবসাগুলোকে উৎসাহিত করে তোলা। পাশাপাশি উদ্যোক্তাদের সুদ ছাড়া আর্থিক সহায়তা দেওয়া এবং কর্মসংস্থানের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা। এছাড়া ডিজিটাল লেনদেন এবং আর্থিক সাক্ষরতা প্রচার করা, আর শিক্ষিত তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে বেকারত্ব হ্রাস করা।
কী কী সুবিধা মেলে এই প্রকল্পে?
এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা বেশ কিছু সুবিধা উপভোগ করতে পারে। সেগুলি হল—
- ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ সুদ ছাড়া লোন।
- আর্থিক বোঝা কমাতে সুবিধাজনক পরিশোধের সুযোগ দেওয়া হয়।
- দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে।
- ডিজিটাল লেনদেনের সহায়তা এবং নির্দেশিকা দেওয়া হয়।
- পরামর্শদাতা বা ব্যবসায়িক সম্পদের অ্যাক্সেস পাওয়া যায়।
আরও পড়ুন: মুছে যাবে কিছু ব্যাঙ্ক, ২০২৬-এ হতে পারে বড়সড় মার্জিং! RBI-র সাথে কথা বলছে সরকার
কী কী যোগ্যতা লাগে?
এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল—
- অবশ্যই উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।
- ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে।
- ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কোনও ডিফল্ট থাকা চলবে না।
- ব্যবসায়িক ধারণা বা প্রাথমিক পর্যায়ের স্টার্টাপ থাকতে হবে।
কীভাবে আবেদন করবেন?
এই স্কিমে অনলাইন এবং অফলাইন উভয়ভাবে আবেদন করা যায়। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল পোর্টালে ঢুকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়। তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনের ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হয়। তবে যারা অফলাইনে আবেদন করবেন, তারা স্থানীয় জেলা শিল্প কেন্দ্রে গিয়ে অফলাইনে ফর্ম পূরণ করে আবেদন করে নিতে পারবেন।
আরও পড়ুন: ভবিষ্যতে বড়সড় পরিকল্পনা, কোচিন শিপইয়ার্ড থেকে আলাদা হল কলকাতা বন্দর
কী কী ডকুমেন্ট দরকার পড়ে?
এই প্রকল্পে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি দরকার হয় সেগুলি হল—
- পরিচয় পত্র হিসেবে আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড,
- প্যান কার্ড,
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকে সার্টিফিকেট,
- জাতিগত সার্টিফিকেট,
- স্থায়ী বসবাসের প্রমাণপত্র,
- আয়ের প্রমাণপত্র,
- যদি প্রযোজ্য হয় তাহলে প্রতিবন্ধী সার্টিফিকেট,
- শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য,
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি।