বিক্রম ব্যানার্জী, কলকাতা: আধার কার্ড (Aadhaar Card) নিয়ে প্রচলিত একাধিক ভাবনা এক নিমেষে বদলে দিয়েছে SIR। আগেই সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আধার কার্ড ব্যক্তির নাগরিকত্ব প্রমাণ করে না। এটি শুধুমাত্র ভারতীয় নাগরিকের একটি পরিচয়পত্র মাত্র। এবার জানানো হল, জন্মের তারিখ প্রমাণ করার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে না আধার কার্ড। দেশজুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার মাঝেই এমন সিদ্ধান্ত জানাল উত্তরপ্রদেশ সরকার।
জন্ম শংসাপত্র বা জন্মের তারিখের প্রমাণ হিসেবে আধার কার্ড গ্রহণ করা হবে না!
সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR আবহের মাঝেই গত 24 নভেম্বর উত্তরপ্রদেশ সরকারের পরিকল্পনা বিভাগের তরফে একটি বিবৃতি সামনে আসে। সেই বিবৃতিতেই পরিকল্পনা বিভাগের তরফে একেবারে স্পষ্ট জানানো হয়, আধার কার্ড জন্মের তারিখ প্রমাণ করে না। তাই এক্ষেত্রে আধার কার্ড গ্রহণ নিষেধ করে দেওয়া হল। কিন্তু হঠাৎ কেন এমন পদক্ষেপ যোগী আদিত্যনাথ সরকারের?
উত্তরপ্রদেশ সরকারের পরিকল্পনা বিভাগের তরফে বিবৃতি জারি করার সময় 31 অক্টোবর ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার একটি চিঠির কথা উল্লেখ করা হয়। সেই চিঠিতে বলা হয়েছিল, আধার কার্ড জন্মের প্রমাণ নয়। এমন তথ্য সামনে রেখেই পড়শি রাজ্যের পরিকল্পনা বিভাগ একেবারে সাফ জানিয়ে দিয়েছে, আধার কার্ডকে জন্ম সার্টিফিকেট বা জন্মের তারিখ প্রমাণের ক্ষেত্রে গ্রহণ করা হবে। কারণ আধারের সাথে কারও জন্ম সার্টিফিকেট যুক্ত থাকে না। তাই এটি জন্মের প্রমাণ হিসেবে বিবেচিত নয়।
এইসব ক্ষেত্রে বয়স প্রমাণের জন্য আর ব্যবহার হবে না আধারের!
উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্তে এবার থেকে রাজ্যটিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ, স্কুলে ভর্তি, সরকারি ফর্মে বয়স প্রমাণ করার ক্ষেত্রে আর দেখানো যাবে না আধার কার্ড। এর জন্য প্রত্যেককে আলাদা করে আসল জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট কিংবা হাই স্কুলের মার্কশিট এবং অন্যান্য নির্ধারিত নথিপত্র ব্যক্তির বৈধ জন্ম তারিখের প্রমাণ হিসেবে গণ্য করা হবে। এ প্রসঙ্গে উত্তর প্রদেশের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, স্কুলে ভর্তির মতো একাধিক ক্ষেত্রে বয়স গুরুত্বপূর্ণ বিষয়। সে কারণেই এমন নির্দেশিকা।
অবশ্যই পড়ুন: গম্ভীরের প্রিয় পাত্র হর্ষিত রানাকে শাস্তি দিল ICC
উল্লেখ্য, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার লখনউয়ের আঞ্চলিক অফিসের ডেপুটি ডিরেক্টর আদিত্য প্রকাশ বাজপেয়ী যোগী আদিত্যনাথ প্রশাসনকে একটি চিঠি দিয়ে জানিয়েছিলেন, রাজ্যজুড়ে একাধিক দপ্তরে আধার কার্ডকে জন্মের প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর জন্য যেন অবিলম্বে পদক্ষেপ নেওয়া। জানা যায়, এমন চিঠি পাওয়ার পরই আধার কার্ডকে জন্মের প্রমাণ হিসেবে ব্যবহার না করার নির্দেশ দিয়ে দিল যোগী সরকার।