এই গাড়ি কিনলেই পস্তাবেন! যান্ত্রিক ত্রুটির কারণে তুলে নিচ্ছে মারুতি সুজুকি

Maruti Suzuki Grand Vitara

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের গাড়ির বাজারে মারুতি সুজুকির দাপট এমনিতেই নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে এসইউভি সেগমেন্টে একের পর এক নতুন মডেল আসলেও এবার গ্র্যান্ড ভিটারাকে (Maruti Suzuki Grand Vitara) নিয়ে উঠতে শুরু করেছে নানানরকম প্রশ্ন। কারণ, কিছু প্রযুক্তিগত ত্রুটি সামনে আসাতেই কোম্পানির তরফ থেকে মোট 39 হাজারের বেশি গ্র্যান্ড ভিটারা গাড়ি ফেরত আনা হয়েছে।

গ্র্যান্ড ভিটারাতে বিরাট ত্রুটি

সম্প্রতি মারুতি সুজুকির তরফ থেকে জারি করা একটি রিপোর্ট অনুযায়ী, 2024 সালের 9 ডিসেম্বর থেকে 2025 সালের 29 এপ্রিলের মধ্যে গ্র্যান্ড ভিটারার ফুয়েল গেজ বা স্পিডোমিটার অ্যাসেম্বলিতে বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে। এই কারণে গাড়ির ফুয়েল লেভেল ইন্ডিকেটর এবং ইমারজেন্সি লাইট কখনো কখনো প্রকৃত তেলের পরিমাণ দেখাতে ব্যর্থ হচ্ছে। ফলে চালকরা সমস্যায় পড়ছে।

এদিকে কোম্পানি দাবি করছে, এটি সতর্কতামূলকই পদক্ষেপ। সময়মতো ব্যবস্থা নিয়ে গাড়িগুলির নিরাপদ চলাচল নিশ্চিত করতে চাইছে তারা। আর গত কয়েক বছর ধরে স্বেচ্ছায় রিকল নীতি গ্রহণ করার পর ভারতীয় গাড়ি নির্মাতা সংস্থাগুলি নিরাপত্তার দিকে আরও বেশি জোর দিয়েছে। তবে মারুতি সুজুকিও এবার সেই দিকে পা বাড়ালো। এমনকি এই ত্রুটির জন্য মোট 39,506টি ইউনিটকে চিহ্নিত করা হয়েছে। আর মারুতি সুজুকি এবং তাদের ডিলাররা সরাসরি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করছে এবং নিকটবর্তী সার্ভিস সেন্টারে ডেকে পাঠাচ্ছে।

আরও পড়ুনঃ মস্তিষ্কের রোগ থেকে ক্যান্সার, এক ইনজেকশনেই হবে কামাল! বিরাট আবিষ্কার কলকাতার মেয়ের

এদিকে মারুতি সুজুকির গ্র্যান্ড ভিটারা সবথেকে জনপ্রিয় ফ্লাগশিপ কম্প্যাক্ট এসইউভি, যা টয়োটার সঙ্গে যৌথ উদ্যোগেই তৈরি হয়েছে। এমনকি এই গাড়িতে স্ট্রং-হাইব্রিড ইঞ্জিন, অল-হুইল ড্রাইভ সহ আরও বেশ কিছু অত্যাধুনিক ফিচার রয়েছে। বিশেষ করে শহরের পারিবারিক ক্রেতাদের জন্য এটি একেবারে সেরার সেরা বিকল্প। আর সম্প্রতি জিএসটি হ্রাসের করার পর এর দাম অনেকটাই কমেছে। জানা যাচ্ছে, সর্বোচ্চ 1 লক্ষ 7 হাজার টাকা পর্যন্ত দর তলানিতে ঠেকেছে গ্র্যান্ড ভিটারার। বর্তমানে 10.77 লক্ষ টাকায় এই গাড়িটি পাওয়া যাচ্ছে এবং টপ ভেরিয়েন্টের দাম 19.72 লক্ষ টাকা। তবে সাম্প্রতিক যে সমস্যাগুলি দেখা যাচ্ছে তা খুব শীঘ্রই সমাধান হবে বলে আশাবাদী মারুতি সুজুকি।

Leave a Comment