সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের পড়ুয়াদের শিক্ষার ক্ষেত্রে সাহায্য করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে চালু করা সবথেকে জনপ্রিয় স্কলারশিপ হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship)। তবে এই স্কলারশিপ নিয়ে আসলো এবার বিরাট আপডেট। স্কুল বা কলেজ, প্রত্যেক পড়ুয়ার ক্ষেত্রেই চালু হয়েছে নতুন নিয়ম। বিকাশ ভবনের তরফ থেকে সম্প্রতি একটি নোটিশ জারি করা হয়েছে। সেখানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন এবং রিনিউয়াল আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
তবে হ্যাঁ, সেই নোটিশে আরও উল্লেখ করা রয়েছে, এবার পড়ুয়াদের আবেদন করার জন্য নতুন একটি সার্টিফিকেট আপলোড করতে হবে। বিশেষ করে যারা রিনিউয়াল আবেদন করবে তাদেরকে ইউটিলাইজেশন সার্টিফিকেট আপলোড করতে হবে। কিন্তু কীভাবে এই সার্টিফিকেট পাবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, কীভাবেই বা ফিলাপ করবেন আর কীভাবে আপলোড করবেন তা জানতে প্রতিবেদনটি পড়ুন।
চলতি বছর থেকে বাধ্যতামূলক ইউটিলাইজেশন সার্টিফিকেট
বলাবাহুল্য, বিগত বছরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এই ইউটিলাইজেশন সার্টিফিকেট বাধ্যতামূলক ছিল না। তবে এ বছর থেকে তা বাধ্যতামূলক করা হয়েছে। কারণ, অনেক সময় পড়ুয়ারা একাধিক কোর্স করে বা শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত থাকে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা একাধিক বার স্কলারশিপের জন্য আবেদন করে। যাতে একবার স্কলারশিপ পাওয়া যায়, এবং রিনিউয়াল আবেদন করার সময় স্কুল বা কলেজে যাতে ভেরিফিকেশন করে, সেজন্যই এই সার্টিফিকেট আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে।
বিশেষ করে পড়ুয়ারা সঠিকভাবে ক্লাস করছে কিনা বা স্কুল কলেজে ভর্তি হয়েছে কিনা, এমনকি স্কলারশিপের টাকা পড়াশোনার ক্ষেত্রে সঠিক নিয়মে ব্যবহার করা হচ্ছে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানার জন্যই এই সার্টিফিকেট জমা করতে হয়। আর স্কুল বা কলেজ, প্রত্যেক পড়ুয়ার ক্ষেত্রেই এই সার্টিফিকেট আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন: বাড়িতে বেশি নগদ টাকা রাখলে দিতে হবে ৮৪% জরিমানা! আয়করের নতুন নিয়ম
কীভাবে পাবেন ইউটিলাইজেশন সার্টিফিকেট?
ইউটিলাইজেশন সার্টিফিকেট পাওয়ার জন্য স্কলারশিপ রিনিউয়াল আবেদন করার সময় ডকুমেন্ট আপলোড সেকশনের উপরে একটি ‘Download Utilization Certificate’ অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনাকে সার্টিফিকেটটি ডাউনলোড করতে হবে। তারপর সেটি প্রিন্ট আউট করে স্কুলের প্রধান শিক্ষক বা কলেজের প্রিন্সিপালের কাছে সই ও অ্যাটেস্টেড করতে হবে। তারপর স্কলারশিপের ডকুমেন্ট আপলোড করার সময় সেটিকে আপলোড করে দিতে হবে।