বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষা প্রায় শেষের পথে। রাত পোহালেই মঙ্গলবার আবুধাবিতে গড়াবে আসন্ন ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের মিনি নিলাম। সেই আসরেই একাধিক তারকা প্লেয়ারকে নিয়ে দরকষাকষিদের নাম লেখাবে IPL দলগুলি। সেই তালিকায় অনেকটাই এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। শোনা যাচ্ছে, CSK নাকি ভেঙ্কটেশ আইয়ারকে নজরে নজরে রেখেছে। কিছু প্রতিবেদন আবার এও বলেছে, পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সই নাকি শেষ পর্যন্ত ভারতীয় অলরাউন্ডারকে (Venkatesh Iyer In KKR) ফিরিয়ে নেবে।
এই দুই কারণে ভেঙ্কটেশ আইয়ারকে ফিরিয়ে নিতে পারে KKR
প্রথম কারণ
গত 15 নভেম্বর, রিটেনশন তালিকা প্রকাশের পাশাপাশি 10 জন নামজাদা প্লেয়ারকে ছেড়ে দিয়েছিল কলকাতা। সেই তালিকায় নাম উঠেছিল 23 কোটি 75 লাখের ভেঙ্কটেশ আইয়ারের। অনেকেই বলছিলেন, হয়তো এই প্লেয়ারকে আর কিনবে না KKR। তবে নিলাম যত এগিয়ে আসছে ততই গাঢ় হচ্ছে জল্পনা। বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, আইয়ার গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যর্থ হওয়ার কারণে এ বছর তাঁর বেস প্রাইস বেশি থাকলেও KKR প্রাক্তনীকে কেনার জন্য খুব একটা আগ্রহী হবে না অন্যান্য দলগুলি। সেক্ষেত্রে অল্প দামে ভেঙ্কটেশকে দলে ফিরিয়ে আনার সুযোগ থাকবে KKR এর। শেষ পর্যন্ত সেই সুযোগকে কাজে লাগিয়েই তাঁকে দলে টেনে নিতে পারে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি।
দ্বিতীয় কারণ
KKR থেকে বাদ পড়ার পর ক্রিকেট মহলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল কলকাতার প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে কিনে নিতে পারে চেন্নাই সুপার কিংস। শোনা গিয়েছিল, রবীন্দ্র জাদেজার বিকল্প হিসেবে এই অলরাউন্ডারকে দলে জায়গা দিতে পারে মহেন্দ্র সিং ধোনির CSK। তবে রিপোর্ট অনুযায়ী, চেন্নাইয়ের প্রথম পাঁচে জায়গা নিয়ে বসে রয়েছেন রুতুরাজ গায়কোয়ড়, সঞ্জু স্যামসন, আয়ুষ মাত্রে, ঊর্ভিল প্যাটেল, শিবম দুবে এবং ডেওয়াল্ড ব্রেভিস।
অবশ্যই পড়ুন: MI-এ খেলা ইংল্যান্ডের দুর্ধর্ষ তারকা বোলারকে কিনতে পারে KKR
কাজেই আইয়ারকে প্রথম 5 এ জায়গা দেওয়াটা যথেষ্ট কঠিন হবে চেন্নাইয়ের পক্ষে। এছাড়া 6 ও 7 নম্বর পজিশনের জন্য একজন দক্ষ অলরাউন্ডার কাম ফিনিশার চাইছে চেন্নাই। সেখানে আইয়ার মানানসই নন বলেই দাবি করছে চেন্নাইয়ের একটি সূত্র। কাজেই ধোনির দল তাঁকে না কিনলে কলকাতার হাতে ফের আইয়ারকে কিনে নেওয়ার সুযোগ থাকবে। এখন দেখার শেষ পর্যন্ত নিলামের মঞ্চে ভেঙ্কটেশকে কিনতে ঝাঁপায় কোন দল।