সহেলি মিত্র, কলকাতা: কেরালা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে তার ব্যাকওয়াটার, সৈকত এবং সবুজের সমারোহ। এটি তার সংস্কৃতি, উৎসব এবং আয়ুর্বেদ চিকিৎসার মতো ঐতিহ্যবাহী নৃত্যের জন্যও বিখ্যাত। এই বর্ষায় আপনিও যদি কেরালা ভ্রমণ করতে চান, তাহলে IRCTC আপনার জন্য সেরা ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
IRCTC -র সঙ্গে ঘুরে আসুন কেরালা ট্যুর প্যাকেজ
আইআরসিটিসি-র এই কেরালা পাহাড় ও জল ভ্রমণ প্যাকেজে, আপনার খাবার এবং থাকার ব্যবস্থা করা হবে। সেইসঙ্গে মুন্নার, আলিপ্পির মতো সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হবে। আইআরসিটিসি ওয়েবসাইটে, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই চার মাসের জন্য কেরালা ভ্রমণের পরিকল্পনা রয়েছে। যা বুকিং করে আপনি সহজেই কেরালার বেশ কিছু সুন্দর জায়গার সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
আরও পড়ুনঃ টানা বৃষ্টি, দক্ষিণবঙ্গের ৫ জেলায় বন্যার আশঙ্কা! নবান্ন থেকে সতর্কবার্তা
আইআরসিটিসি-র এই ভ্রমণ প্যাকেজের সময়সীমা ৩ রাত ৪ দিন। এতে আপনি কেরালার ৪টি স্থান পরিদর্শন করতে পারবেন। জুলাই, সেপ্টেম্বর মাসের জন্য বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনাকে জানিয়ে রাখি, এই ট্যুর প্যাকেজে IRCTC-এর বুকিং, ক্যাব সুবিধা এবং হোটেলের সাথে খাবারও যোগ করা হয়েছে। থেক্কাডি, কুমারাকম, মুন্নার এবং আলেপ্পি ঘোরানো হবে আপনাকে।
ভ্রমণের খরচ কত?
এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে। আর সেটা হল ভাড়া। অর্থাৎ এই ভ্রমণের জন্য জনপ্রতি কত টাকা খরচ হবে আপনার। এই ট্যুর প্ল্যানে জনপ্রতি ভাড়া ৩৫,৭২৫ টাকা। দুই জনের জন্য খরচ ১৮,৩৯০ টাকা এবং তিন জনের জন্য ১৪,২০৫ টাকা দিতে হবে। অন্যদিকে, একটি শিশুর জন্য আলাদা বিছানা বুকিং করতে হবে ৬,১৪৫ টাকা দিয়ে। জুলাই থেকে সেপ্টেম্বরের জন্য আলাদা মূল্য নির্ধারণ করা হয়েছে। IRCTC-এর এই ট্যুর প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে, আপনি IRCTC -র ওয়েবসাইটটি দেখতে পারেন এবং সম্পূর্ণ তথ্য পেতে পারেন।