এই বিদেশিকে ফের দলে ফেরাবে KKR! দাবি রিপোর্টে

IPL 2026 Auction KKR May Buy this player again

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য পুরোদমে প্রস্তুতি সারছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যেই 10 জন নামজাদা প্লেয়ারকে ছেড়ে দিয়ে সবচেয়ে বেশি অর্থ বাঁচিয়ে রেখেছে এই দলটি। কাজেই IPL 2026 এর মিনি নিলামে প্লেয়ার কেনার ক্ষেত্রে অন্যান্য দলগুলির থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে শহরের এই দল। তবে বেশ কয়েকটি সূত্র দাবি করছে, IPL 2026 এর মিনি নিলাম (IPL 2026 Auction) থেকে ছেড়ে দেওয়া এক তারকা পেসারকে কিনে নিতে পারে KKR। হ্যাঁ, শোনা যাচ্ছে রিটেনশন তালিকা থেকে বাদ পড়া দক্ষিণ আফ্রিকান পেসারকে কম দামে দলে ফিরিয়ে নিতে পারে নাইট ফ্র্যাঞ্চাইজি।

এই প্লেয়ারকে ফিরিয়ে আনতে পারে KKR

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চোট সমস্যার কারণে কলকাতার হয়ে মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার এনরিখ নরকিয়া। তবে সে অর্থে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই প্রোটিয়া তারকা। ফলত সে কারণেই গত 15 নভেম্বর রিটেনশন তালিকা প্রকাশের পাশাপাশি তাঁকে ছেড়ে দিয়েছিল KKR। তবে ক্রিকেট টাইমসের একটি রিপোর্ট দাবি করছে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে নরকিয়ার ফর্ম দেখে তাঁকে ফের কম দামে দলে ফিরিয়ে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। এজন্য নিলাম টেবিলে দর হাঁকাবে বেগুনি সোনালী ফ্রাঞ্চাইজি।

বলাই বাহুল্য, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ব্যর্থতা চাইলেও ভুলতে পারবেন না নাইট ভক্তরা। চন্দ্রকান্ত পন্ডিতের কোচিং এবং অজিঙ্কা রাহানের নেতৃত্বে একের পর এক সহজ ম্যাচে মুখ থুবড়ে পড়তে হয়েছিল তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। যার কারণে একেবারে নাক কাটা গিয়েছিল শাহরুখ ম্যানেজমেন্ট থেকে শুরু করে দলের কোচিং স্টাফদের। সেই মতোই, নতুন সিজনে ঘুরে দাঁড়াতে প্রধান কোচ থেকে শুরু করে বোলিং কোচ এমনকি সহকারী কোচও বদলে ফেলে KKR। এখন দেখার, এবারে নতুন দল নিয়ে IPL 2026 এ কতটা শক্তি প্রদর্শন করতে পারে নাইট ব্রিগেড।

অবশ্যই পড়ুন: পদোন্নতির পরই ভারতকে কড়া হুঁশিয়ারি আসিম মুনিরের! কী বলল পাকিস্তানি সেনা প্রধান?

উল্লেখ্য, 2020 সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার এনরিখ নরকিয়া। পরবর্তীতে দিল্লি ছেড়ে কলকাতা দলে যুক্ত হন তিনি। বলাই বাহুল্য, গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কেরিয়ারে এখনও পর্যন্ত এই দুই দলের হয়ে খেলেছেন নরকিয়া। সেই সূত্রে বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগে মোট 22টি উইকেট রয়েছে এই তারকা পেসারের।

Leave a Comment