এই সময় ফর্মে ফিরবেন সূর্য! T20 বিশ্বকাপের আগেই জানালেন টিম ইন্ডিয়ার সদস্য

When will Suryakumar Yadav regain form

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নামটা কিছু সময় আগেও টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানের ঘরে জায়গা পেত। তবে আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়কের অবস্থা একেবারে শোচনীয়। যাঁকে দেখে অনুপ্রেরণা পেতেন দেশের তরুণ ক্রিকেটাররা, সেই যাদবই বর্তমানে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজেও ক্রমাগত নিজের ব্যর্থতার পরিধি বাড়িয়ে গিয়েছেন স্কাই। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। কবে আবারও ফর্মে দেখা যাবে সূর্যকুমারকে? জানালেন সতীর্থ তিলক বর্মা।

কবে ফর্মে ফিরবেন সূর্যকুমার?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম অর্থাৎ শেষ টি-টোয়েন্টিতেও 5 রানে আউট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল অধিনায়ক সূর্যকে। এদিকে ভারতীয় দলের তরুণ ব্যাটার তিলক বর্মা একের পর এক ম্যাচে নিজের ক্ষমতা দেখিয়ে আসছেন। গতকালও তাঁর দেখানো পথে হেঁটেই দক্ষিণ আফ্রিকাকে বড় লক্ষ্য দেয় ভারত। এবার সেই প্লেয়ারই সূর্যকে নিয়ে বড় কথা বললেন।

তিলক বর্মার বক্তব্য, “আমি ওকে মাঝেমধ্যেই বলি ধৈর্য রাখো। শান্ত হও। ধীরে সুস্থে কয়েকটা বল খেলো। দল যদি চায় তাহলে আমি পরান তোলার দায়িত্ব নিতে পারি। তুমি কিছুক্ষণ ক্রিজে টিকে থাকার চেষ্টা করো। ব্যাটের মাঝখান থেকে বল মারার চেষ্টা করো। এ সবকিছুই আমি ওকে বারবার বলতাম।” তিলকের আরও বক্তব্য, “ও যদি আত্মবিশ্বাস পায় এবং শেষ পর্যন্ত রান তুলতে পারে তাহলে বোঝা যাবে সূর্য কতটা ভয়ানক।”

ভারতীয় ক্রিকেটারের সংযোজন, “আমরা আগেও দেখেছি ও কীভাবে খেলে। তাই আমার মনে হয় ও যদি ধীরে সুস্থে কয়েকটা বল ধৈর্য ধরে খেলে নিতে পারে তাহলে বাকি বল গুলি সব বাউন্ডারির উপর দিয়ে যাবে। আমি ওকে বলেছি মিডফিল্ডারদের মধ্যে জায়গা খোঁজার কথা। আমি জানি এখন ওর সময় ভালো যাচ্ছে না। কিন্তু একটা দিন আসছে যেদিন ও রান করতে পারলে বোঝা যাবে ও কতটা বিপজ্জজক।”

অবশ্যই পড়ুন: হার্দিকের শট গিয়ে লাগে ক্যামেরাম্যানের হাতে, নিজেই শুশ্রূষা করলেন ভারতীয় অলরাউন্ডার

তিলক এদিন একেবারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেই ফর্মে ফিরতে পারেন সূর্যকুমার। এক কথায়, ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক প্রতিমুহূর্তে চেষ্টা করছেন নিজেকে পুরনো অবস্থায় নিয়ে যাওয়ার। সব ঠিক থাকলে খুব শীঘ্রই পুরনো সূর্যকে দেখতে পারবেন দর্শকরা, এমনটা মনে করছেন তিলক বর্মাও। তাছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কাই ফর্মে ফিরতে না পারলে ভারতের জন্য তা যথেষ্ট চিন্তার হবে। কাজেই এখন দেখার সময়ের সাথে সাথে নিজেকে কতটা বদলাতে পারেন সূর্য।

Leave a Comment