বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে সাধারণত অভিজ্ঞ বিনিয়োগকারীদের পরামর্শ নিয়ে নেন অনভিজ্ঞরা। এ ছাড়াও নিজের কষ্টার্জিত অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করার ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরী। তবে এমন অনেক বিনিয়োগকারী রয়েছেন যাঁরা বেছে বেছে সেইসব স্টকগুলিতে বিনিয়োগ করেন, যাঁদের উপর মূলত আস্থা রাখে বিভিন্ন গ্লোবাল ব্রোকারেজ ফার্ম। হ্যাঁ, বিভিন্ন সময়ে শেয়ার মার্কেটের ধরন বুঝে একাধিক বোকারেজ ফার্ম বিভিন্ন স্টককে বাই রেটিং দিয়ে থাকে। পরবর্তীকালে সেই সব স্টকের (Best Stock To Invest) দামও বাড়ে হু হু করে। আজকের প্রতিবেদনে রইল তেমনই এক স্টকের প্রসঙ্গ। যাতে আস্থা রেখেছে খোদ গ্লোবাল ব্রোকারেজ ফার্ম জেফারিস।
এই স্টকে বিনিয়োগের পরামর্শ জেফারিসের বিশেষজ্ঞদের
সাম্প্রতিককালে শেয়ারবাজারের ব্যাপক অনিশ্চয়তা সত্ত্বেও ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে অনলাইন বিনিয়োগ সংস্থা Groww এর স্টকগুলি। শেষবারের মতো, আজ অর্থাৎ 19 ডিসেম্বর দুপুর সাড়ে তিনটে নাগাদ এই সংস্থার একটি স্টকের দাম 161.89 টাকায় ট্রেড করেছিল। বলাই বাহুল্য, গ্লোবাল ব্রোকারেজ ফার্ম জেফারিস এই সংস্থার স্টককে কভারেজ চালু করার পাশাপাশি এটিকে বাই রেটিং দেওয়ার পরই স্টকগুলির দাম 10 শতাংশ থেকে 13 শতাংশ পর্যন্ত বেড়েছে।
দুপুরের আগে Groww এর একটি স্টক 162.65 টাকাতেও ট্রেড করেছিল। তবে জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম জেফারিসের বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে এই সংস্থার একটি স্টকের দাম 180 টাকা পর্যন্ত পৌঁছতে পারে। এর অর্থ Groww এর একটি স্টক তার বর্তমান দাম থেকে কম করে 25 শতাংশ পর্যন্ত লাফাতে পারে। আর সেটা হলে আগামী দিনে লাভের মুখ দেখবেন এই সংস্থার স্টকের বিনিয়োগকারীরা।
অবশ্যই পড়ুন: রাজ্য সরকারকে ৩০০০ কোটি টাকা দেবে কেন্দ্র
ব্রোকারেজ ফার্ম জেফারিস বিশ্বাস করে, অনলাইন বিনিয়োগ প্ল্যাটফর্ম Groww আমেরিকান অনলাইন ব্রোকারেজ জায়ান্ট রবিনহুডের মতোই। এই ব্রোকারেজ ফার্মটি তাদের রিপোর্টে দাবি করেছে, আগামী দিনে এই অনলাইন বিনিয়োগ সংস্থাটির প্রতিটি স্টকের দাম রবিনহুডের মতোই ঝড়ের গতিতে বাড়বে। এই ব্রোকারেজ ফার্মটি বলছে, দেশীয় প্রতিযোগী সংস্থা অ্যাঞ্জেল ওয়ানের স্টকের দাম বেশি হলেও Groww এর স্টকের বৃদ্ধির হার অনেক বেশি। আগামী দিনে সেই পরিমাণটা আরও বাড়বে বলেই আশা করছে বিদেশি ব্রোকারেজ ফার্মটি। সেই সাথে এখনই Groww এর স্টকে টাকা রাখাটা বিনিয়োগকারীদের জন্য সঠিক সিদ্ধান্ত হবে বলেও জানাচ্ছে জেফারিসের শেয়ার মার্কেট বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে বলাই যাই, এই স্টকে অর্থ রাখলে কপাল খুলতে পারে বিনিয়োগকারীদের…