এই ৪ কারণে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের সামনে মুখ থুবড়ে পড়ল ভারত

India Vs New Zealand India lost to New Zealand for these 4 reasons

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়ানডে সিরিজের শুরুটা ভাল হলেও নিউজিল্যান্ডের সামনে মাঝ পথে আটকে গেল ভারত (India Vs New Zealand)। দ্বিতীয় ওয়ানডেতে টিম ইন্ডিয়ার হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে ক্ষমতা দেখিয়েছে কিউইরা। ভারতের দেওয়া 285 রানের লক্ষ্য 7 উইকেট হাতে রেখেই পূরণ করে ফেলে নিউজিল্যান্ড। তাতেই একদিনের ক্রিকেটে ঘরের মাঠে পরাজয় যন্ত্রণা সামলাতে হচ্ছে শুভমন গিল, বিরাট কোহলিদের। বুধবার ঠিক কোন কোন কারণে নিউজিল্যান্ডের কাছে পরাজয় স্বীকার করতে হলো ভারতকে? কোথায় হারল টিম ইন্ডিয়া? রইল 4 বড় কারণ।

এই 4 কারণে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত

প্রথম কারণ

গতকাল, টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় দল। তাতে রোহিত শর্মা এবং শুভমন গিলের হাত ধরে শুরুটা ভাল হলেও কে এল রাহুল ছাড়া ধসে যায় ভারতের গোটা মিডল অর্ডার। সবচেয়ে বড় কথা, ব্যাট করতে নেমে 23 রানের বেশি তুলতে পারেননি, বিরাট কোহলি। শ্রেয়স আইয়ার থেকে শুরু করে নিতিশ কুমার রেড্ডি এমনকি রবীন্দ্র জাদেজাও গতকাল ব্যাটে রান বাঁধতে পারেননি। এদিন যদি রাহুল ব্যাট হাতে রুখে না দাঁড়াতেন তাহলে বোধহয় নিউজিল্যান্ডের সামনে 200 র গন্ডিও টপকানো হতো না ভারতের। এক কথায়, টিম ইন্ডিয়ার মিডিল অর্ডারের ব্যর্থতাই শুভমনদের হারের প্রধান এবং প্রথম কারণ।

দ্বিতীয় কারণ

বুধবার নিউজিল্যান্ডের সামনে ভারতের পরাজয়ের দ্বিতীয় এবং অন্যতম কারণ হল দুর্বল বোলিং বিভাগ। এদিন চাইলেই নিউজিল্যান্ড বাহিনীকে লক্ষ্য ছোঁয়ার আগেই আটকে দিতে পারতেন টিম ইন্ডিয়ার বোলাররা। সেই ক্ষমতা আছে ভারতীয় প্লেয়ারদের। তবে গতকাল যেন সেই সব গুণ উবে গিয়েছিল। বুধবার, 10 ওভারের কোটায় বল করে 82 রান দিয়েছিলেন কুলদীপ যাদব। উইকেট নিয়েছিলেন মাত্র একটি। অন্যদিকে দক্ষ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও 44 রান দিয়ে একটি উইকেটও তুলতে পারেননি। 41 রান খরচ করেও ব্যর্থ হয়েছিলেন মহম্মদ সিরাজ। সবমিলিয়ে ভারতের বোলিং বিভাগই গতকাল ডুবিয়েছে ভারতকে।

তৃতীয় কারণ

ভারতের পরাজয়ের তৃতীয় এবং অন্যতম প্রধান কারণ টিম ইন্ডিয়ার দুর্বল ফিল্ডিং। গতকাল নিউজিল্যান্ডের ইনিংস চলাকালীন ভারতীয় দলের ফিল্ডিং অনেকটা খাপছাড়া দেখাচ্ছিল। এদিন প্রতিপক্ষের 80 রানের ইনিংস চলাকালীন ড্যারিল মিচেলের ক্যাচ ফেলে দেন প্রসিদ্ধ কৃষ্ণা অনেকেই মনে করছেন, কৃষ্ণা যদি ওই ক্যাচ ধরতেন তাহলে সেঞ্চুরি টপকে নিউজিল্যান্ডকে জেতাতে পারতেন না মিচেল।

অবশ্যই পড়ুন: অবিলম্বে রাজিব কুমারের সাসপেন্ড চাই, সুপ্রিম কোর্টে আবেদন ED-র

চতুর্থ কারণ

গতকাল ভারতের পরাজয়টা যেন নিজের হাতে লিখেছিলেন নিউজিল্যান্ড দলের দাপুটে ব্যাটসম্যান মিচেল। এদিন একেবারে শুরু থেকেই বাউন্ডারি ওভার বাউন্ডারিতে ভারতীয় বোলারদের কার্যত জবাই করেছিলেন তিনি। শেষটাও একেবারে রাঙিয়ে দিলেন কিউই তারকা। এদিন ফিলিপসের সাথে জুটি বেঁধে নিজে হাতে 285 রানের লক্ষ্য পূরণ করে ভারতের হারের কারণ হয়ে দাঁড়ান মিচেল। বলাই বাহুল্য, গতকাল 117 বলে 11টি চার এবং দুটি ছয় সহযোগে 131 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

Leave a Comment