একজন নয়, রাসেলের বিকল্প হিসেবে এই দুই বিদেশি অলরাউন্ডারকে কিনতে পারে KKR

Kolkata Knight Riders May Buy These 2 players as alternatives to Andre Russell

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 12 কোটির আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়ে কোনও আফসোস নেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। বরং ক্যারিবিয়ান দানবের বিকল্প হিসেবে একজন দক্ষ অলরাউন্ডার খোঁজাই প্রধান লক্ষ্য শাহরুখ খানের ম্যানেজমেন্টের। তবে এখন শোনা যাচ্ছে, দ্রে রাসের বিকল্প হিসেবে একজন নয় বরং একেবারে দুজনকে টার্গেট করেছে KKR। বেশ কয়েকটি সূত্রের দাবি, বিদেশি রাসেলের বিকল্প হিসেবে দুজন তারকা বিদেশির উপরই নজর রেখেছে KKR। সেক্ষেত্রে নিলাম টেবিল থেকে এই দুই বিদেশিকে কিনে নিতে পারে নাইট ফ্রাঞ্চাইজি।

KKR এ ফেরার সম্ভাবনা নেই রাসেলের

দীর্ঘ 11 বছরে প্রথমবারের মতো প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডারকে দল থেকে বাদ দিয়েছে KKR ম্যানেজমেন্ট। যা এবারের রিটেনশনের অন্যতম ঐতিহাসিক সিদ্ধান্ত। যদিও সম্প্রতি শোনা গিয়েছিল, রাসেলকে নিলাম টেবিল থেকে অল্প দামে কিনে নিতে পারে KKR। যদিও সেই সম্ভাবনা সময়ের সাথে সাথে ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। সূত্রের যা খবর তাতে আর যাই হোক রাসেলকে দলে টেনে নতুন করে বিপদ বাড়াতে চায় না তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কাজেই নাইট শিবিরে রাসেলের প্রত্যাবর্তন এই মুহূর্তে সম্ভব নয়, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।

রাসেলের বিকল্প হিসেবে এই দুই বিদেশিতে নজর রয়েছে KKR এর

দীর্ঘ 18 বছরের অপেক্ষা কাটিয়ে প্রথমবারের মতো IPL 2025 এ ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল বিক্রি হতে যাওয়া বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ইংলিশ ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন। তবে গত 15 তারিখ RCB র রিটেনশন তালিকা থেকে বাদ পড়েছেন তিনি। মনে করা হচ্ছে, রাসেলের বিকল্প হিসেবে এই তারকা অলরাউন্ডারকে দলে নেওয়ার চেষ্টা করবে KKR। এছাড়াও সদ্য পাঞ্জাব কিংস থেকে বাদ পড়া অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাক্সওয়েলেও নজর রয়েছে কলকাতার। সেক্ষেত্রে তাঁকেও নিলাম টেবিল থেকে তুলনামূলক কম দামে কিনে নিতে চাইবে শাহরুখ খানের দল। যদি এ প্রসঙ্গে মুখ খোলেনি KKR ম্যানেজমেন্ট।

অবশ্যই পড়ুন: ফসকাতে পারে T20 বিশ্বকাপ, ৬ মাস দলের বাইরে থাকতে পারেন গিল! চোট নিয়ে বড় খবর

বেশ কয়েকটি সূত্র বলছে, রাসেলের বিকল্প হিসেবে এই দুই অলরাউন্ডারকেই আসন্ন সিজনে কাজে লাগাবে KKR। তবে শেষ পর্যন্ত দুজনকে না হলেও প্রতিপক্ষ দলগুলির সাথে দর কষাকষি করে হয় ম্যাক্সওয়েল অথবা লিভিংস্টোনকে দলে টানার আপ্রাণ চেষ্টা করবে নাইট ফ্রাঞ্জাইজি। আর সেটা হলে KKR শিবিরের শক্তি যে বাড়বে সে কথা বলাই যায়।

Leave a Comment