একটি টয়লেট ব্রাশের দাম ৭৬ হাজার টাকা! কত সম্পদের মালিক ভ্লাদিমির পুতিন? জানুন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজই ভারতের মাটিতে পা রাখতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগেই দেশজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। 4 ডিসেম্বর সন্ধ্যায় ভারতে এসে পৌঁছবেন পুতিন। এরপর আগামী দুদিন এদেশেই থাকবেন রুশ প্রেসিডেন্ট। আর এই সফরের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে ডিনারে যোগ দেবেন তিনি। সেখানেই আলোচনা হবে দুই রাষ্ট্রনেতার। তবে পুতিন ভারত সফরে আসার আগেই যে প্রশ্নটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক দানা বেঁধেছে তা হল, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কত সম্পদের (Vladimir Putin Net Worth) মালিক? এক কথায় তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ কত? পুতিনের জীবনযাপন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের সাথে জড়িত বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ আগ্রহী হয়ে উঠেছেন নেট নাগরিকরা।

কত সম্পদ রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের?

তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলেও রাশিয়ার প্রেসিডেন্টের আসনটা ছিল ভ্লাদিমির পুতিনেরই। আজকের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জামানাতেও পুতিনের নামের পাশে জ্বলজ্বল করে প্রেসিডেন্ট শব্দটি। প্রায়শই শোনা যায়, বিশ্বের অন্যতম ধনী নেতা তিনি। তাঁর রাজকীয় জীবনযাপন নাকি বহু রাজা-মহারাজাকেও হার মানাবে। কিন্তু কত সম্পদের মালিক রাশিয়ার 73 বছর বয়সি প্রেসিডেন্ট? দ্য উইক জানিয়েছে, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের বার্ষিক আয় মাত্র 1,40,000 ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 1 কোটি 26 লক্ষ টাকা।

রিপোর্ট বলছে, রুশ প্রেসিডেন্টের সম্পত্তির মধ্যে রয়েছে রাশিয়ায় অবস্থিত 800 বর্গফুটের একটি ছোট অ্যাপার্টমেন্ট, একটি ট্রেলার এবং তিনটি বিলাসবহুল গাড়ি। যদিও বিভিন্ন সময় একাধিক রিপোর্ট রাশিয়ার প্রেসিডেন্টের বিপুল সম্পত্তি দেখায়। তবে বিশ্ব জায়ান্ট অফ ফিন্যান্স এবং রাশিয়ার বৃহৎ বিনিয়োগকারী বিল ব্রোডার দাবি করেছেন, পুতিনের মোট সম্পদের বর্তমান মূল্য প্রায় 200 বিলিয়ন ডলার। ব্রোডার একেবারে খোলাখুলি জানিয়েছেন, 2003 সালে রাশিয়ান ধনকুবের মিখাইল খোদারকোভস্কিকে কারাগারে পাঠানোর সময় পুতিনের এই বিরাট সম্পদ তৈরি হয়েছিল। ওই বিনিয়োগকারী এও মনে করেন, পুতিন তার বিপুল সম্পদ দুষ্ট উপায়ে লুকিয়ে রেখেছেন।

অবশ্যই পড়ুন: ৬০০ উইকেট নিয়ে বিশ্বের তিন নম্বর বোলার হয়ে উঠলেন এই KKR তারকা

পুতিনের টয়লেট ব্রাশের দাম 76 হাজার টাকা

একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে 20টি প্লাশ ঘর রয়েছে যার আনুমানিক মূল্য 1.4 বিলিয়ন ডলার। কৃষ্ণ সাগরের তীরে 1.90 লক্ষ বর্গফুটেরও বেশি জায়গা নিয়ে একটি বিরাট প্রাসাদ রয়েছে পুতিনের, যেটির নাম মূলত পুতিনের দেহাতি কুটির। ওই প্রাসাদের ছাদে এবং দেওয়ালে গ্রিক দেবতার একাধিক মূল্যবান সব চিত্রকর্ম এবং ভাস্কর্য রয়েছে। তবে সবচেয়ে অবাক করা বিষয়, পুতিনের এই বাড়ির বাথরুমে যে টয়লেট ব্রাশ এবং টয়লেট পেপার রয়েছে সেগুলোর দাম আকাশ ছোঁয়া। জানলে অবাক হবেন, পুতিনের একটি টয়লেট ব্রাশের দাম 76 হাজার টাকা। অন্যদিকে একটি টয়লেট পেপারের দাম 1.13 লাখ। জানা যায়, পুতিনের এই প্রাসাদ দেখাশোনার জন্য অন্তত 40 জন কর্মচারী কাজ করেন, যাদের বার্ষিক বেতন 20 মিলিয়ন ডলার। ভাবা যায়!

Leave a Comment