প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে বঙ্গ জুড়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বজায় থাকে কম বেশি বৃষ্টি হয়েই চলেছে বিভিন্ন জেলায়। তার উপর ঝাড়খণ্ডে নিম্নচাপ থাকায় পশ্চিমী জেলাগুলিতে তার প্রভাব পড়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত হালকা পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি বেশি হলেও আপাতত বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি আবহাওয়া। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে বিকেলের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
নিম্নচাপের প্রভাব খানিক কাটলেও এখনই থামছে না বৃষ্টি দুর্যোগ। আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের। দক্ষিণের একাধিক জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে শুধু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি নয় তার সঙ্গে বইবে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস। হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: ‘বিয়ের পর জোর করে আমাকে’, হাইকোর্ট খোরপোশের রায় দিতেই শামিকে নিয়ে বিস্ফোরক হাসিন
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
উত্তরবঙ্গে আগে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গের মত ভারী বৃষ্টির পরিমাণ অনেকটাই থাকবে অনেক কম। উত্তরের ছয়টি জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও মালদায় বৃষ্টি চলবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহজুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে।