একদম অচেনা হিল স্টেশন, ঘুরে আসুন উত্তরবঙ্গের গোপন স্বর্গ মাঙ্গেরজং

offbeat north bengal

সহেলি মিত্র, কলকাতাঃ দেশজুড়ে বর্তমানে শীতের দাপট চলছে। আর এই সময়ে যে কোনও জায়গায় ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আপনিও কী সম্প্রতি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? ডেস্টিনেশন উত্তরবঙ্গের কোনো অফবিট (Offbeat North Bengal) জায়গা? তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি। আজ আপনাদের উত্তরবঙ্গের এমন এক হিডেন জেম সম্পর্কে তথ্য দেব যেখানে গেলে পাবেন শুধু বুক ভরা অক্সিজেন এবং মন ভালো করা কিছু দৃশ্য। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

উত্তরবঙ্গের এই লুকনো স্বর্গে গিয়েছেন কখনো?

উত্তরবঙ্গের নাম শুনলেই মাথায় আসে দার্জিলিং, কার্শিয়াং নয়তো কালিম্পং-এর কথা। এছাড়াও উত্তরবঙ্গে রয়েছে এমন কিছু অফবিট জায়গা যেখানে গেলে আপনার সেখানে হারিয়ে যেতে ইচ্ছা করবে। কিন্তু এখানেও এখন পর্যটকদের ভিড় বাড়ছে। তবে চিন্তা নেই, আজ আপনাদের উত্তরবঙ্গের বুকে লুকিয়ে থাকা এমন এক অফবিট পাহাড়ি গ্রামের সন্ধান দেব যেখানে এখনও অবধি খুব একটা পর্যটকদের পা পড়েনি। আজ কথা হচ্ছে ‘মাঙ্গেরজং’ নিয়ে। বলা ভালো এখানে এখনো অবধি তেমন প্রচারের আলো এসে পৌঁছায়নি।

এখানে গেলে আপনি নৈসর্গিক সৌন্দর্য, বিস্তীর্ণ তৃণভূমি, মনমুগ্ধকর সূর্যোদয়, আর নির্জনতার প্রেমে পড়ে যাবেন। এখানে গেলে আপনার আর ফিরে যেতে মন চাইবে না। এই জায়গাটি কালিম্পং শহর থেকে প্রায় ১২–১৫ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আপনি পাহাড়ি জনজীবনের আদিম সরলতা ও শান্তি অনুভব করতে পারবেন। এখানে পৌঁছাতে হলে আপনাকে ঘন জঙ্গল ও ছোট ছোট গ্রামের ভেতর দিয়ে যেতে হবে। রাস্তার দুই পাশে আপনি চা-বাগান, কার্ডামম গাছ আর ঢেউ খেলানো পাহাড় দেখতে পাবেন। নেপালি, লেপচা ও ভুটিয়া সম্প্রদায়ের মানুষের বসবাস মাঙ্গেরজং-এ। এখানে থাকার জন্য রয়েছে বেশ কিছু হোমস্টে। এই হোমস্টেগুলিতে বসে আপনি কিছু সুন্দর, মনোমুগ্ধকর দৃশ্য দেখার সৌভাগ্যলাভ করবেন।

আরও পড়ুনঃ ফুলকি, জগদ্ধাত্রীর পর শেষ হচ্ছে জি বাংলার আরেক মেগা! মন খারাপ দর্শকদের

মাঙ্গেরজং কীভাবে পৌঁছাবেন?

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে এই মাঙ্গেরজং কীভাবে যাওয়া যায়? এনজেপি রেলস্টেশন বা বাগডোগরা বিমানবন্দর থেকে প্রথমে কালিম্পং শহর। সেখান থেকে গাড়িতে মাঙ্গেরজং, মাত্র ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টার পথ। রাস্তা ভালো, তাই যাত্রাও হবে আরামদায়ক। তাহলে আর দেরি না করে এই শীতে আপনিও ঘুরে আসুন মাঙ্গেরজং।

Leave a Comment