একবার রিচার্জ করলেই ২০০ দিন নিশ্চিন্ত, কম খরচে সেরা প্ল্যান নিয়ে এল Jio

Jio

সৌভিক মুখার্জী, কলকাতা: যারা প্রতি মাসে রিচার্জদের ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য জিও (Jio) নিয়ে এল দারুণ সুখবর। আনলিমিটেড ডেটা, কলিং এবং OTT-র সুবিধা সহ এমন এক প্ল্যান নিয়ে আসলো, যা শুনলে ভিমড়ি খাবেন আপনিও। জানা যাচ্ছে, রিলায়েন্স জিওর এই প্ল্যান একবার রিচার্জ করলেই 200 দিন নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যান সম্পর্কে।

কী কী সুবিধা থাকছে এই প্ল্যানে?

জিওর এই প্ল্যানটি রিচার্জ করলেই 200 দিনের জন্য একগুচ্ছ সুবিধা মিলবে। প্রথমত, যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর সুবিধা দেওয়া হবে। দ্বিতীয়ত, প্রতিদিন 100 টি করে ফ্রি SMS-এর সুবিধা দেওয়া হবে। তৃতীয়ত, দৈনিক 2.5GB করে ডেটা দেওয়া হবে। এমনকি 5G মোবাইল ও নেটওয়ার্ক থাকলে আনলিমিটেড 5G ডেটা চালানো যাবে। এছাড়া সাবস্ক্রিপশন হিসেবে 90 দিনের জন্য JioHotstar দেওয়া হবে। এমনকি সঙ্গে 50GB JioAICloud স্টোরেজ থাকবে।

দাম কত এই প্ল্যানের?

এই দীর্ঘমেয়াদি প্ল্যানটির দাম রাখা হয়েছে মাত্র 2025 টাকা। অর্থাৎ, একবার রিচার্জ করলেই আপনাকে 200 দিন অর্থাৎ প্রায় সাড়ে 6 মাস আর কোনও রিচার্জ নিয়ে ভাবতে হবে না। ফলে সাশ্রয় যে অনেকটাই হবে, তা বলার অপেক্ষা রাখে না।

মূলত যারা একবার রিচার্জ করে দীর্ঘমেয়াদের সুবিধে পেতে চান এবং প্রচুর পরিমাণে ডেটা চান, পাশাপাশি OTT কনটেন্ট ও ক্লাউড স্টোরেজের সুবিধা পেতে চান, তাদের জন্য এই প্ল্যানটি একেবারে সোনায় সোহাগা। স্টুডেন্ট থেকে শুরু করে অফিসের কাজ বা যারা প্রতিদিন ইন্টারনেটের উপর নির্ভর করে, তাদের জন্য এই প্ল্যানটি একেবারে আদর্শ।

আরও পড়ুনঃ Apple-র সবথেকে পাতলা মডেল iPhone Air বানিয়েছেন এক বাঙালি! চেনেন তাঁকে?

সস্তায় রয়েছে আরও বিকল্প প্ল্যান

যদি আপনার বাজেট একটু কম হয়, তাহলে জিওর আরো দুটি জনপ্রিয় প্ল্যান রয়েছে। প্রথমত 799 টাকার একটি প্ল্যান, যেখানে 84 দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 1.5GB করে ডেটা ও 100 টি করে SMS-এর সুবিধা মিলবে। দ্বিতীয়ত রয়েছে 859 টাকার প্ল্যান, যেটি একবার রিচার্জ করলে 84 দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং, প্রতিদিন 2GB করে ডেটা, 100 টি SMS-এর সুবিধা মিলবে। এমনকি 5G ব্যবহারকারীরা আনলিমিটেড ডেটা পাবে।

Leave a Comment