সহেলি মিত্র, কলকাতাঃ সংরক্ষণ ইস্যুতে ফের একবার নিজেদের অবস্থান স্পষ্ট করল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। বুধবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সাধারণ বিভাগ কোনও বর্ণের জন্য সংরক্ষিত নয়, বরং এটি কেবল যোগ্যতার ভিত্তিতে হবে। SC, ST, OBC, অথবা EWS-এর মতো সংরক্ষিত বিভাগের কোনও প্রার্থী যদি কোনও ছাড় ছাড়াই সাধারণ কাট-অফের চেয়ে বেশি স্কোর করেন, তাহলে তাদের সাধারণ বিভাগের আসনে গ্রহণ করা হবে।
সংরক্ষণ ইস্যুতে বিরাট রায় সুপ্রিম কোর্টের
জানা গিয়েছে, রাজস্থান হাইকোর্টের নিয়োগ সংক্রান্ত একটি মামলায় এই রায় দিয়েছে শীর্ষ আদালত। তবে মনে করা হচ্ছে আদালতের এহেন রায় এটি সারা দেশের সরকারি চাকরিতে প্রভাব ফেলবে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে যে “ওপেন”, “সাধারণ”, অথবা “অসংরক্ষিত” বিভাগগুলি কোনও নির্দিষ্ট বর্ণ, শ্রেণী বা লিঙ্গের জন্য সংরক্ষিত নয়। এগুলি সকলের জন্য উন্মুক্ত, এবং প্রবেশের একমাত্র মানদণ্ড হল যোগ্যতা। এর অর্থ হল, যদি কোনও সংরক্ষিত বিভাগের প্রার্থী, যেমন SC, OBC, MBC, অথবা EWS, কোনও ছাড় ছাড়াই সাধারণ বিভাগের কাট-অফের চেয়ে বেশি নম্বর পান, তাহলে তাদের সাধারণ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তাদের সংরক্ষিত বিভাগে সীমাবদ্ধ রাখা যাবে না।
আরও পড়ুনঃ শৈত্যপ্রবাহ থেকে ঘন কুয়াশা! দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সতর্কতা, আগামীকালের আবহাওয়া
সুবিধা কমবে চাকরি প্রার্থীদের?
আদালত ইন্দ্র সাহনি মামলা (1992) এবং সৌরভ যাদব মামলার মতো পূর্ববর্তী সিদ্ধান্তগুলি উল্লেখ করে বুধবার এই অবস্থান পুনর্ব্যক্ত করেছে। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এ.জি. মসিহের একটি বেঞ্চ এই রায় প্রদান করে এবং রাজস্থান হাইকোর্ট প্রশাসনের আপিল খারিজ করে দেয়। আদালত বলেছে যে সংরক্ষিত বিভাগের কাট-অফ সাধারণ বিভাগের চেয়ে বেশি হলেও, সাধারণ বিভাগ থেকে এই জাতীয় প্রার্থীদের বাদ দেওয়া ভুল, কারণ এটি সংবিধানের 14 এবং 16 অনুচ্ছেদ, অর্থাৎ সমতার অধিকার লঙ্ঘন করে।
আরও পড়ুনঃ পুরুলিয়াতে তুষারপাত? ভোরবেলা দেখা গেল বরফের আস্তরণ!
অনেকেই যুক্তি দেন যে, যদি কোনও সংরক্ষিত শ্রেণীর প্রার্থী সাধারণ শ্রেণীর আসন পান, তাহলে এটি “দ্বিগুণ সুবিধা” হবে। তবে, সুপ্রিম কোর্ট এই যুক্তি সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে। আদালত বলেছে যে, যদি কোনও প্রার্থী কোনও ছাড় ছাড়াই খাঁটি যোগ্যতার ভিত্তিতে যোগ্যতা অর্জন করেন, তবে এটি কোনও অতিরিক্ত সুবিধা নয়। প্রকৃতপক্ষে, যদি এই যুক্তি গ্রহণ করা হয়, তাহলে সংরক্ষিত শ্রেণীর সবচেয়ে প্রতিভাবান ব্যক্তিরা তাদের নিজস্ব শ্রেণীতে সীমাবদ্ধ থাকবেন। আদালত আরও স্পষ্ট করে জানিয়েছে যে ফর্মে কারও জাত তালিকাভুক্ত করা কেবল ইঙ্গিত দেয় যে একজন প্রার্থী সংরক্ষিত শ্রেণীতে স্থান দাবি করতে পারেন, তবে এটি নিজেই, সাধারণ শ্রেণী থেকে তাদের বাদ দেওয়ার অজুহাত হিসাবে ব্যবহার করা যাবে না। এর অর্থ হল মেধার নিয়ম কোনও শ্রেণী হিসেবে আর বিবেচনা করা হবে না।
W88nhacai? Alright, alright, let’s hope this is the lucky spot. Gonna try my hand at some games and see what happens. Hoping for big wins! Get lucky with w88nhacai!