সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার শিরোনামে উঠে এলেন টলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তবে এবারের ঘটনাটার জন্য কিছুটা হলেও লাইমলাইটে উঠে এসেছে তাঁদের ফুটফুটে কন্যা সন্তান কৃষভি (Kanchan Sreemoyee Daughter)। এবার তাঁর সঙ্গে যা ঘটল তা মেনেই নিতে পারছেন না এই জনপ্রিয় জুটি। বাড়িতেই কিনা আর সুরক্ষিত নয় এই একরত্তি!
কাঞ্চন-শ্রীময়ীর মেয়েকে মারধর!
এখন নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর। আসলে জানা যাচ্ছে, কাঞ্চন-শ্রীময়ীর একরত্তি সন্তান কৃষভিকে মারধরের অভিযোগ উঠেছে বাড়িরই এক পরিচারিকার বিরুদ্ধে। আর এই গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজে নাকি ধরাও পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সেলেবদের সন্তানই যদি বাড়িতে এভাবে হেনস্থার শিকার হয়, তাহলে সাধারণ মানুষের বাচ্চারা কীভাবে সুরক্ষিত থাকবে? এই কৃষভির এখনও অবধি ১ বছর বয়স হয়নি। এমনিতে কাঞ্চন-শ্রীময়ির মেয়েকে মূলত শ্রীময়ির মা-ই দেখাশোনা করেন। কিন্তু একদিন বাড়িতে কেউ না থাকায় দীর্ঘদিনের পরিচারিকাকে কৃষভির দেখভালের দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ, ওই আয়া মেজাজ হারিয়ে একরত্তি শিশু কন্যাকে মারধর করেন। আর গোটা বিষয়টিই নাকি সিসিটিভি ফুটেজে ধরা পরে।
আরও পড়ুনঃ ‘সাক্ষ্য, প্রমাণ নিয়েই দাঁড়াব!’ চিকিৎসকের ভিডিওর পর মুখ খুললেন সন্তানহারা সোহিনী গাঙ্গুলি
সিসিটিভি ফুটেজ দেখে আঁতকে উঠলেন অভিনেত্রী
একদিন সেই ভিডিও দেখে স্বাভাবিকাভবেই আঁতকে ওঠেন শ্রীময়ী। তিনি দ্রুত ব্যবস্থা নেন এবং আয়াকে কাজে না রাখার সিদ্ধান্ত নেন। অভিনেত্রীর অভিযোগ, আয়া সেন্টারগুলি কোনও নথিপত্র যাচাই না করেই কর্মীদের পাঠায়। ফলে এই ধরণের বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে হয় পরিবারগুলিকে। তিনি জানান, প্রথমে পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নিলেও পরে তা থেকে সরে আসেন। তবে ওই আয়াকে কাজ থেকে সরিয়ে দেন। শ্রীময়ীর আরও অভিযোগ, শুধু শিশুর উপর নির্যাতন নয়, ওই পরিচারিকা বাড়ির দামি জিনিস ও বাসনপত্রও সরিয়ে ফেলেছেন। সন্দেহ করা হচ্ছে, সিসিটিভি বন্ধ করে ওই চুরি করেন তিনি।