একসঙ্গে বাদ ৪ প্লেয়ার! দেখুন দ্বিতীয় টেস্টে কেমন হতে পারে টিম ইন্ডিয়ার একাদশ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম টেস্টে শত চেষ্টা করেও কাজের কাজ হয়নি। একেবারে জেতা ম্যাচ হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে দ্বিতীয় টেস্টে (India Vs England) সেই যন্ত্রণার পুনরাবৃত্তি হলে চলবে? কখনই না।

তাই এবার প্রথম টেস্ট থেকে শিক্ষা নিয়ে যাবতীয় ভুল ত্রুটি শুধরে একেবারে নতুন করে দল সাজাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। মূলত সেই কারণেই ইংলিশদের বিরুদ্ধে এজবাস্টনের লড়াইয়ের আগে দল থেকে বাদ পড়বেন চার দুর্বল ক্রিকেটার, এমনটাই সূত্রের খবর।

একসাথে চার ক্রিকেটারকে বাদ দেবে ম্যানেজমেন্ট!

বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথম টেস্টে সে অর্থে নজর কাড়তে পারেননি মহম্মদ সিরাজ, করুণ নায়ার, প্রসিদ্ধ কৃষ্ণা ও শার্দুল ঠাকুররা। আসলে চেষ্টা করে সীমিত সাফল্যে খাতা ভরালেও দুই ইনিংস মিলিয়ে এই চার ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। মূলত সেই কারণেই এবার নাকি এই চার তারকাকে বাদ দিয়ে বাকি চার ভারতীয় ক্রিকেটারকে সুযোগ দেবে ম্যানেজমেন্ট।

অবশ্যই পড়ুন: বিয়ের আগেই বড় দায়িত্ব KKR তারকার! সরকারি অফিসার হিসেবে নিযুক্ত হচ্ছেন রিঙ্কু সিং

কাদের সুযোগ দিতে চাইছে ম্যানেজমেন্ট?

বেশ কয়েকটি সূত্র ও কয়েকটি সংবাদ প্রতিবেদন মারফত খবর, দ্বিতীয় টেস্টে 4 তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে একাদশ সাজাবেন শুভমন। আর সেই সূত্র ধরেই নায়ার, সিরাজদের বদলে দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে ভিড় জমাতে পারেন টিম ইন্ডিয়ার চার ভরসার জায়গা অর্থাৎ নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, অভিমন্যু ঈশ্বরণ ও অর্শদীপ সিং।

বিশেষজ্ঞদের মতে, প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা টিম ম্যানেজমেন্টকে যথেষ্ট হতাশ করেছে। তাছাড়াও পোলিং আক্রমণের দিক থেকে জসপ্রীত বুমরাহ ছাড়া সে অর্থে আর কেউই দাপট ধরে রাখতে পারেননি। মূলত সেই কারণেই এবার ব্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রেই বদল আনতে চাইছে ভারতীয় দলের ম্যানেজমেন্ট। কাজেই সম্ভাবনাকে সত্যি করে যদি দ্বিতীয় টেস্টে এই চার ক্রিকেটার সুযোগ পান, সেক্ষেত্রে দেখার ইংলিশদের বিরুদ্ধে ভারতের ভাগ্য ঠিক কোন দিকে মোড় নেয়।

Leave a Comment