সহেলি মিত্র, কলকাতাঃ কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) অবধি মেট্রো পরিষেবা নিয়ে এখন বিরাট আলোচনা চলছে সর্বত্র। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বা কলকাতা বিমানবন্দর অবধি সম্প্রতি মেট্রো পরিষেবা শুরু হয়েছে। আর এই পরিষেবা শুরু হওয়ার পর থেকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক হৈচৈ পড়ে গিয়েছে। তবে আপনি কি জানেন যে এই মেট্রো পরিষেবা শুরু হওয়ার অনেক আগে কলকাতা বিমানবন্দর ঘেঁষে লোকাল ট্রেন চলত! শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
এয়ারপোর্টের গা ঘেঁষে চলত ট্রেন!
আজ আপনাদের এমন একটি রেল রুট সম্পর্কে তথ্য দেব যেটি একসময় খুবই জনপ্রিয় ছিল। কিন্তু যাত্রীর অভাবে সেই পরিষেবা পরে বন্ধ করে দেওয়া হয়। আজ কথা হবে যশোর রোড হয়ে কলকাতা বিমানবন্দর অবধি চক্ররেল পরিষেবা নিয়ে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এই ট্রেন পরিষেবার একটি পুরনো ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে। এই ভিডিও দেখলে আপনি নস্টালজিক হয়ে পড়বেন।
আরও পড়ুনঃ ‘ছৌ’ নাচকে ‘ছাউ’ বলে ট্রোলিংয়ের শিকার ইধিকা পাল, দেবের নায়িকাকে ধুয়ে দিল নেটিজেনরা
ভিডিওটিতে দেখা যাচ্ছে, কলকাতা বিমানবন্দর রেলস্টেশন। এরপর ট্রেন ছুটে চলেছে নেতাজী সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দিয়ে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। যাত্রীরা বিমান থেকে বেরোচ্ছেন, ঢুকছেন, সবটাই দেখা যাচ্ছে ট্রেন থেকে। এমনকি সেই সময়ে যশোর রোডের ওপর দিয়ে গেলে আপনি রানওয়েতে বিমান দাঁড়িয়ে থাকতেও দেখতে পেতেন। তবে বর্তমানে মূলত সুরক্ষার কারণে বন্ধ করা হয়েছে এই রুটে চক্ররেল পরিষেবা।
চক্ররেল পরিষেবা
উল্লেখ্য, ২০০৬ সালের ২৯ জুলাই , বিমানবন্দর পর্যন্ত চক্ররেল পরিষেবা চালু হয় । তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব প্রকল্পের উদ্বোধন করেন । রাজ্য সরকারের মন্ত্রীদের উপস্থিতিতে সেই কাজ সম্পন্ন হয় । দমদম ক্যান্টনমেন্ট থেকে ওভারহেড লাইন বানানো হয় । সারাদিনে বেশ কয়েকটি ট্রেন চলাচল করত এই পথে। যদিও যাত্রী না হওয়ার শিয়ালদহ থেকে দমদম বিমানবন্দর বা মাঝেরহাট থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। জানা গিয়েছে ২০১৬ সালের সেপ্টেম্বর নাগাদ নাকি এই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তবে