একাধিক ধারায় মামলা রুজু, মেসিকে ভারতে নিয়ে আসা শতদ্রু দত্তকে তোলা হল আদালতে

Suo moto case filed against Satadru Dutta by bidhannagar police

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার, শীতের শহরে উষ্ণতা বাড়িয়েছিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। কলকাতার মাটিতে আর্জেন্টাইন মহাতারকার পা পড়তেই উন্মাদনায় ফেটে পড়েছিল ভক্তমহল। তবে ফুটবলের মক্কায় LM10 এর আগমনটা শুভ হলেও প্রস্থানটা কিন্তু মোটেও সুখকর হল না। লিওর সফর চলাকালীন একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল শহরে ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গন। ভগবানের দেখা না পেয়ে গেট থেকে শুরু করে চেয়ার, ভাঙতে কিছুই ছাড়েননি সমর্থকরা। দর্শকদের ক্ষোভে বিশৃংখল পরিস্থিতি তৈরি হওয়ায় গতকালই কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় মেসির ভারতে আসার পেছনে মূল কারিগর শতদ্রু দত্তকে (Satadru Dutta)। এবার তাঁর বিরুদ্ধেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ।

আদালতের তোলা হল শতদ্রুকে

একাধিক সূত্রের খবর, মেসিকে শহরে নিয়ে এসে ম্যানেজমেন্ট ঠিক রাখতে না পারায় যুবভারতীতে তৈরি হয়েছিল বিশৃঙ্খলা। আর সে কারণেই এবার বিধাননগর দক্ষিণ থানায় তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। জানা যাচ্ছে, প্রবল বিক্ষোভ, অশান্তি, হিংসার ছড়ানোর চেষ্টা, ভাঙচুর সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং নাশকতার কার্যকলাপ ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, একাধিক ধারায় মামলা রুজু হওয়ার পাশাপাশি ধৃত মূল উদ্যোক্তার বিরুদ্ধেও ন্যায় সংহীতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে শুরু হয়েছে তদন্তও। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই তদন্তের স্বার্থে যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকা সমস্ত ধরনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। বলা বাহুল্য, গতকালই যুবভারতীর বিশৃংখল পরিস্থিতি দেখে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই আজ নতুন কমিটির সদস্যরা যুবভারতীতে যেতে পারেন বলেই খবর। এদিকে, একাধিক ধারায় মামলা রুজু হওয়ার পর আজ অর্থাৎ রবিবারই, শতদ্রু দত্তকে তোলা হল বিধাননগর আদালতে। এদিন ক্যামেরায় ভেসে আসা দৃশ্যে গতকালের পোশাকেই দেখা মিলেছে মেসি ইভেন্টের মূল উদ্যোক্তার। সাদা কাপড়ে একেবারে মুখ বেঁধে তাঁকে আদালতে পেশ করেন পুলিশ আধিকারিকরা।

অবশ্যই পড়ুন: সঙ্গীর জন্য গোটা ট্রেন দাঁড় করিয়ে রাখলেন তরুণী, কলকাতা মেট্রোর ইতিহাসে এমনটা ঘটেনি আগে!

উল্লেখ্য, শনিবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে ঠিক গুনে গুনে 23 মিনিট ছিলেন মেসি। মাঠে তাঁকে দেখতে পাওয়া গিয়েছিল 5 মিনিট মতো। আর তাতেই ক্ষোভের আগুন ক্রমশ সঞ্চারিত হয় ভক্তদের মধ্যে। আর তারপরই গ্যালারি থেকে বোতল ছুড়তে শুরু করেন দর্শকরা। ভেঙে ফেলা হয় স্টেডিয়ামের গেট। ছেড়া হয় ব্যানারও। এমন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে অবশ্য গতকালই নিজের X হ্যান্ডেলে আর্জেন্টাইন মহাতারকা সহ দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment