একাধিক রুটে বাড়ছে মেট্রো, পরিষেবা মিলবে রাত পর্যন্ত! দেখুন নতুন সময়সূচি

Good News For Kolkata Metro passengers

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের যাত্রী সুবিধার্থে বড় পদক্ষেপ কলকাতা মেট্রো কর্তৃপক্ষের। জানা যাচ্ছে, নিত্যযাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে আগামী 11 তারিখ অর্থাৎ সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা। শুধু তাই নয়, ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বাড়ছে পরিষেবার সময়সীমাও। সেই মর্মেই শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কোন কোন রুটে বাড়ছে মেট্রো? রইল বিস্তারিত।

কোন কোন রুটে বাড়ছে মেট্রো পরিষেবা?

মেট্রো রেলওয়ে কলকাতার বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রিন লাইন 1 মেট্রো অর্থাৎ শিয়ালদহ থেকে সল্টলেক রুটে আগামী সোমবার থেকে আপ এবং ডাউন লাইনে 106টি মেট্রোর বদলে 108টি মেট্রো চালানো হবে। অর্থাৎ এই অংশে 2টি মেট্রো বাড়ছে।

ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি আগামী 11 তারিখ থেকেই বেড়ে যাচ্ছে পরিষেবার সময়ও। অর্থাৎ সোমবার থেকেই মেট্রোর এই অংশের পরিষেবা শুরু হচ্ছে সকাল 6টা 35 থেকে। বর্তমানে সকালের প্রথম মেট্রো ছাড়ে 6টা বেজে 55 মিনিটে। একইভাবে সল্টলেক থেকে শিয়ালদহের দিকে আসার ক্ষেত্রে সল্টলেক থেকে প্রথম মেট্রো ছাড়বে 6টা 40 মিনিটে। এখন দিনের প্রথম মেট্রোর সময় সকাল 7টা।

বলা বাহুল্য, গ্রিন লাইন 1 অংশের পাশাপাশি গ্রিন লাইন 2 মেট্রোর ক্ষেত্রেও বাড়ছে ট্রেন এবং পরিষেবার সময়সীমা। এক কথায় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে আগামী 11 তারিখ থেকে আপ এবং ডাউন মিলিয়ে 130টির বদলে 134টি মেট্রো চলাচল করবে। একইভাবে এই অংশ দিনের প্রথম মেট্রো ছাড়বে 6টা বেজে 30 মিনিটে। বর্তমানে এই সময়টা সকাল 7টা।

অবশ্যই পড়ুন: আর রাজস্থানে থাকতে চান না সঞ্জু স্যামসন! KKR নাকি CSK, কী হবে পরবর্তী গন্তব্য?

সংবাদ প্রতিদিনের রিপোর্ট বলছে, গ্রিন লাইনের সাথে সাথেই পার্পল লাইন মেট্রোর যাত্রীদের জন্যেও সুখবর শুনিয়েছে রেল। বিজ্ঞপ্তি অনুযায়ী, শীঘ্রই পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট রুটেও মেট্রোর সংখ্যা বাড়ছে। এই অংশে আপাতত 72টি রেক চালানো হচ্ছে। তবে সোমবার থেকে সেই সংখ্যাটা বাড়িয়ে 80 করা হবে বলেই খবর।

একইভাবে মেট্রোর সংখ্যা বাড়ানোর পাশাপাশি পরিষেবার সময়ও বাড়ছে জোকা থেকে মাঝেরহাট রুটে। বলে রাখি, এই অংশে জোকা থেকে মাঝেরহাট যাওয়ার প্রথম মেট্রো ছাড়ে সকাল 8টায়। তবে মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্তে আগামী সোমবার থেকে এই অংশে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 6টা 50 মিনিটে। আবার মাঝেরহাট থেকে জোকা আসার প্রথম মেট্রো 7টা 57 মিনিটের বদলে সকাল 7 টা 14 তেই ছেড়ে যাবে।

অন্যদিকে বর্তমানে জোক থেকে মাঝেরহাট যাওয়ার শেষ মেট্রো ছাড়ে রাত 8টা 15 মিনিটে সোমবার থেকে এই সময় বেড়ে হচ্ছে 8টা 36। একইভাবে, এখন যেখানে মাঝেরহাট থেকে জোকা আসার শেষ মেট্রো রাত 8টা 15 তে পাওয়া যায়, শীঘ্রই সেই সময়টা বেড়ে 8টা 57 হতে চলছে।

Leave a Comment